ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বড়পুকুরিয়া কোল মাইনিং মামলায় ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত: ০৯:৩০, ২২ জুলাই ২০১৯

 বড়পুকুরিয়া কোল মাইনিং মামলায় ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ প্রায় ২৪৩ কোটি ২৮ লাখ টাকার কয়লা আত্মসাতের কারণে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সংশ্লিষ্টদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চার্জশীটে সাবেক এমডি হাবিব উদ্দিন আহমেদসহ পূর্বের ১৯ জন আসামি থেকে বৃদ্ধি পেয়ে মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। রবিবার দিনাজপুরের সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপ-পরিচালক মোঃ শামসুল আলম চার্জশীটটি দাখিল করেন। যা পরবর্তীতে আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। এর আগে ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ টন কয়লা ঘাটতির অভিযোগে বিসিএমসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিসুর রহমান বাদী হয়ে ১৯ জনকে আসামি করে ২০১৮ সালের ২৪ জুলাই দিনাজপুরের পার্বতীপুর থানায় একটি মামলা করেন। তফসিলভুক্ত হওয়ায় অভিযোগ তদন্ত করছে দুদক। মামলার আসামি ছিলেন- মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) আবু তাহের মোঃ নুরুজ্জামান চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক খালেদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দিন আহমদ, মহাব্যবস্থাপক (জেনারেল সার্ভিস) মাসুদুর রহমান হাওলাদার, ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) অশোক কুমার হাওলাদার, ব্যবস্থাপক (মেইনটেনেন্স এ্যান্ড অপারেশন) আরিফুর রহমান, ব্যবস্থাপক (ডিজাইন, কন্সট্রাকশন এ্যান্ড মেইনটেনেন্স) জাহিদুল ইসলাম, উপব্যবস্থাপক (সেফটি ম্যানেজমেন্ট) আকরামুল হক, উপব্যবস্থাপক (কোল হ্যান্ডলিং এ্যান্ড ম্যানেজমেন্ট) খলিলুর রহমান, উপব্যবস্থাপক (মেইনটেনেন্স এ্যান্ড অপারেশন) মোরশেদুজ্জামান, উপব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) হাবিবুর রহমান, উপব্যবস্থাপক (মাইন ডেভেলপমেন্ট) জাহিদুর রহমান, উপব্যবস্থাপক (ভেন্টিলেশন ম্যানেজমেন্ট) সত্যেন নাথ বর্মণ, ব্যবস্থাপক (নিরাপত্তা) সৈয়দ ইমাম হাসান, উপমহাব্যবস্থাপক (মাইন প্ল্যানিং অপারেশন) জোবায়ের আলী, প্রাক্তন মহাব্যবস্থাপক (ফাইন্যান্স) আব্দুল মান্নান পাটোয়ারী ও গোপাল চন্দ্র সাহা, প্রাক্তন মহাব্যবস্থাপক (এক্সপ্লোরেশন), কোম্পানি সেক্রেটারি আবুল কাশেম প্রধানিয়া ও মোশারফ হোসেন। এ ঘটনায় বড়পুকুরিয়া তাপবিদ্যুত কেন্দ্রে কাগজে-কলমে বেশি কয়লার মজুদ দেখিয়ে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে খতিয়ে দেখতে গত বছরের ২৩ জুলাই তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছিল দুদক। এরই প্রেক্ষিতে এই চার্জশীট দাখিল করা হয়।
×