ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুইডেনের ব্রিজ টুর্নামেন্টের শেষ আটে খেলার লক্ষ্য বাংলাদেশের

প্রকাশিত: ০৯:৩০, ২১ জুলাই ২০১৯

সুইডেনের ব্রিজ টুর্নামেন্টের শেষ আটে খেলার লক্ষ্য বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৭ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সুইডেনের অরেবোতে অনুষ্ঠিত হবে ‘চেয়ারম্যান্স কাপ ব্রিজ টুর্নামেন্ট’।এতে অংশ নেবে বাংলাদেশ জাতীয় যুব ব্রিজ দল। টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল সুইডেনের উদ্দেশ্যে বিমানে ওঠবে ২৪ জুলাই। বাংলাদেশ দলের খেলোয়াড়রা হলেন : মাহমুদুল হাসান সুমন (অধিনায়ক) হাসান আল বান্না, মোহাম্মদ হাবিব, শহীদুল ইসলাম, প্রান্ত সরকার এবং ইমাম জাহিদ সাজ্জাদ (নন প্লেয়িং ক্যাপ্টেন)। দলের কোচ এমএ কুদ্দুস।চীফ ডেলিগেট মুশফিকুর রহমান মোহন (বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি)। এই আসরে কোন্ দেশ কো্ন্ গ্রুপে খেলবে, তা নির্ধারিত হবে আগামী ২৬ জুলাই। গত বছরে অনুষ্ঠেয় এ আসরে অংশ নিয়েছিল ১৫২ দেশ। এবার আশা করা হচ্ছে সেই সংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে।এ আসরে বাংলাদেশ দলের লক্ষ্য সম্পর্কে মুশফিকুর রহমান মোহন জনকণ্ঠকে জানান, ‘যুব ব্রিজ বিশ্বকাপের পর এটা ব্রিজ খেলোয়াড়দের জন্য আরেকটি প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট। আমাদের লক্ষ্য থাকবে কোয়ার্টার ফাইনালে খেলা।’
×