ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পঞ্চগড়ে ছেলেধরা বিষয়ে প্রচার চালাতে গিয়ে মার খেলেন ভার্সিটি শিক্ষার্থী

প্রকাশিত: ০৯:৩১, ২২ জুলাই ২০১৯

 পঞ্চগড়ে ছেলেধরা বিষয়ে প্রচার চালাতে গিয়ে মার খেলেন ভার্সিটি শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ প্রকাশ্যে রিফাত হত্যা, প্রশ্নপত্র ফাঁস ও গুজবের প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^দ্যিালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম শান্তি। রবিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে স্থানীয়দের মারধরের শিকার হয় ওই শিক্ষার্থী। প্রকাশ্যে রিফাত হত্যা, প্রশ্নপত্র ফাঁস ও গুজবের প্রতিবাদের অংশ হিসেবে তেঁতুলিয়া থেকে টেকনাফ হেঁটে জনসচেতনতামূলক প্রচার শুরু করে শান্তি। রবিবার সকাল ছয়টায় তেঁতুলিয়ার তেঁতুলতলা থেকে এই পদযাত্রা শুরু করে শান্ত। পথে বিভিন্ন হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচার চালান শান্তি। দুপুরে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে প্রচার চালানো সময় কল্লাকাটা বা ছেলেধরা গুজব নিয়ে বক্তব্য রাখার সময় স্থানীয় কয়েকজনের তোপের মুখে পড়েন তিনি। তারা তাকে মারধর ও লাঞ্ছিত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। তারপরও পদযাত্রা চালিয়ে যান ওই শিক্ষার্থী। সকাল ছয়টায় তেঁতুলিয়া থেকে রওনা হয়ে ৩৮ কিলোমিটার পাড়ি দিয়ে বিকেল ৩টায় পঞ্চগড় পৌঁছান সাইফুল ইসলাম শান্তি। এর আগে শনিবার সন্ধ্যায় পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন শান্তি। সাইফুল ইসলাম শান্তি বলেন, প্রকাশ্যে রিফাত হত্যার মতো ঘটনা যেন আর না ঘটতে পারে, প্রশ্নফাঁস ঠেকিয়ে মেধার বিকাশ ঘটানো এবং গুজবে কান না দেয়ার জন্য আমার সচেতনতামূলক এই পদযাত্রা। আমরা নিরাপদ মৃত্যুর নিশ্চয়তা চাই। প্রশ্নফাঁস করে মেধাবীদের বঞ্চিত করা হচ্ছে। প্রশ্নফাঁস বন্ধ করার জন্য সঠিক পথ সরকারকেই বের করতে হবে। এছাড়া গত কয়েক দিনে পঞ্চগড়ে ৬/৭ জন নিরপরাধ মানুষকে কল্লাকাটা বা ছেলেধরা সন্দেহে মারপিট করা হয়েছে। যাদের অধিকাংশ মানসিক ভারসাম্যহীন। গুজবের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় পদযাত্রার প্রথমদিনই জগদল বাজারে কয়েকজন আমাকে মারধর ও লাঞ্ছিত করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে। শত বাধা আসলেও আমি আমার পদযাত্রা টেকনাফে গিয়ে শেষ করব।
×