ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকার জলাবদ্ধতা নিরসনে অনেক অগ্রগতি হয়েছে ॥ তাজুল ইসলাম

প্রকাশিত: ০৯:৩২, ২২ জুলাই ২০১৯

 ঢাকার জলাবদ্ধতা নিরসনে অনেক অগ্রগতি হয়েছে ॥  তাজুল ইসলাম

বিশেষ প্রতিনিধি ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, অল্প বৃষ্টিতেই ঢাকা শহরে জলাবদ্ধতার বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে। তবে এ দুর্ভোগ থেকে রাতারাতি মুক্তি দেয়া সম্ভব নয়। গত ৪০ থেকে ৫০ বছরে ঢাকা শহরকে দূষিত করা হয়েছে। রবিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে চট্টগ্রামের কর্ণফুলী নদীসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ ও দখল রোধ এবং নাব্য বৃদ্ধির জন্য গৃহীত মাস্টারপ্ল্যান অবহিতকরণে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। আধাঘণ্টা বৃষ্টি হলেই ঢাকা শহরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়- এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এ বিষয়ে উত্তরোত্তর আমাদের উন্নতি হচ্ছে। তবে একেবারেই শেষ হয়ে যায়নি, সচিবালয়েও আমাদের হাঁটু পরিমাণ পানি হতো। শান্তিনগরে রিক্সা বা গাড়ি সবই ডুবে যেত। এ অবস্থা থেকে উত্তরণ ঘটেছে। তিনি আরও বলেন, বৃষ্টি হলে গুলশান, তেজগাঁওয়ের মতো জায়গাতে আমরা গাড়ি চালাতে পারতাম না। এসব ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন হয়েছে। আমাদের উল্লেখযোগ্য অর্জন রয়েছে। কিন্তু এখনও লক্ষ্যে পৌঁছতে পারেনি। ঢাকা শহর গত ৪০-৫০ বছরে দূষিত হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ওই সময়ে অপরিকল্পিত খাল, কালভার্ট, বাড়িঘর নির্মাণ করা হয়েছে। গুলশানের লেক দখল করা হয়েছে।
×