ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার ট্রেনে গুলি ॥ মৃত্যুদন্ড প্রাপ্তদের পক্ষে আপীল

প্রকাশিত: ১০:৩২, ২২ জুলাই ২০১৯

 শেখ হাসিনার ট্রেনে গুলি ॥ মৃত্যুদন্ড প্রাপ্তদের পক্ষে  আপীল

স্টাফ রিপোর্টার ॥ শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় মামলার রায়ের বিরুদ্ধে আপীল আবেদন করা হয়েছে। আপীলে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিসহ সব আসামির খালাস চাওয়া হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। আসামিদের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের জানিয়েছেন, ১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে বোমা হামলা ও গুলির মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ৮ জনসহ মোট ৪৩ জন খালাস চেয়ে হাইকোর্টে আপীল করেছে। তিনি সাংবাদিকদের বলেন, ১ তারিখ এ মামলার সাক্ষী গ্রহণ শেষ হয়, ৩ তারিখ মামলার রায় ঘোষণা করা হয়। মাঝখানে ১ দিন হাতে ছিল। এতে সহজে অনুমেয় রাজনৈতিক উদ্দেশে কোন ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য এ রায় দেয়া হয়েছে। আপীলকারীদের মধ্যে ৮ জন মৃত্যুদন্ডপ্রাপ্ত, ২২ জন যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত এবং ১৩ জন ১০ বছর করে দন্ডপ্রাপ্ত । গত ৩ জুলাই এ মামলায় বিভিন্ন মেয়াদে ৪৭ জনকে সাজা দেয় আদালত। পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোস্তম আলী ৯ জনের ফাঁসির আদেশ দেন। এছাড়া রায়ে ২৫ জনের যাবজ্জীবন, ১৩ জনের ১০ বছর করে সশ্রম কারাদন্ডের রায় হয়। পাশাপাশি যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ৩ লাখ টাকা এবং ১০ বছরের সাজাপ্রাপ্তদের ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। আসামিদের মধ্যে কারাগারে থাকা ৩২ জন আদালতে হাজির ছিলেন। পরে ১৪ জুলাই যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আরও ৭ জন আত্মসমর্পণ করেন। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন এ কে এম আক্তারুজ্জামান, মোঃ জাকারিয়া পিন্টু, মোখলেছুর রহমান বাবলু, রেজাউল করিম শাহীন, শহীদুল ইসলাম অটল, আজিজুর রহমান ফড়িং, শ্যামল, মাহাবুবুর রহমান পলাশ ও শামসুল আলম। এদের মধ্যে ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু পলাতক রয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর খুলনা থেকে ট্রেনে ঈশ্বরদী হয়ে সৈয়দপুরের দলীয় কর্মসূচীতে যাচ্ছিলেন তৎকালীন বিরোধীদলের নেত্রী শেখ হাসিনা।
×