ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোল্ডফিশের হুইলচেয়ার!

প্রকাশিত: ১০:৩৬, ২২ জুলাই ২০১৯

 গোল্ডফিশের হুইলচেয়ার!

নিজের পোষা প্রাণীর জন্য সবসময়ই মানুষ খুব ব্যতিব্যস্ত থাকে। পোষ্যের সমস্যা তখন নিজের সমস্যা হয়ে দাঁড়ায়। সব সময়ই তাদের সন্তানের মতো দুধে-ভাতে রাখার চেষ্টা অব্যাহত রাখেন মনিব। এর অনেক উদাহরণ রয়েছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় ঘটেছে এমনই এক ঘটনা। যা সারা বিশ্বের কাছে নজির গড়েছে ‘পেট লাভ’-এর। সুইম ব্লাডার রোগে আক্রান্ত এক গোল্ডফিশের জন্য কৃত্রিম সহায়ক যন্ত্র আবিষ্কার করেন হেনরি কিম। নিজের পোষা গোল্ডফিশের শারীরিক প্রতিবন্ধকতায় সহায়ক ভূমিকা নিতে হুইলচেয়ার বানান তিনি। কেননা এর আগে তার কিছু গোল্ডফিশ এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এই রোগ হলে রোগাক্রান্ত প্রাণীটি জলে ভেসে থাকতে পারে না। তাই আগে থেকেই সহায়ক এমন অভিনব আবিষ্কার করেন কিম। এই আবিষ্কারের জন্য গুগলের সাহায্য নেন তিনি। পেশায় একজন ডিজাইনার কিম (৩২)। তার এই মডিউলার প্লাস্টিক আবিষ্কারটি সত্যিই সহায়কের ভূমিকা নেবে। কিমের বাড়িতে ৩টি ট্যাঙ্কে ২০টি গোল্ড ফিশ আছে। পোষ্যের ক্ষেত্রে সর্বদাই একটু বিশেষ রকম যত্নবান হয়ে থাকেন পশুপ্রেমীরা। আমরা কুকুর-বিড়ালদের জন্য কৃত্রিম সহায়ক দেখেছি। যা তাদের স্বাভাবিক জীবনযাপন করতে সহায়তা করে থাকে। এ ধরনের সহায়ক শুধু পোষ্যদেরই সাহায্য করে তাই নয়, পৃথিবীতে পশুপাখিদের জন্য একটা আলাদা জায়গা করে দেয়। -সাউথ চায়না মর্নিং পোস্ট
×