ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংসদের সংরক্ষিত শূন্য আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন সালমা চৌধুরী

প্রকাশিত: ১৩:০২, ২২ জুলাই ২০১৯

 সংসদের সংরক্ষিত শূন্য আসনে আওয়ামী লীগের  মনোনয়ন পাচ্ছেন সালমা চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের সংরক্ষিত শূন্য আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন সালমা চৌধুরী রুমা। রাজবাড়ীর প্রয়াত সংসদ সদস্য ওয়াজেদ চৌধুরীর মেয়ে রুমাকে ইতোমধ্যেই দলের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র মতে, শুক্রবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন যাওয়ার আগে মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করে গেছেন। আর সেদিনই সালমা চৌধুরীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়ার বিষয়ে জানানো হয়েছে। তবে এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি রুশেমা বেগম ১০ জুলাই মারা যাওয়ায় ওই আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৫ জুলাই এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আর ১৮ আগস্ট এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সালমা চৌধুরীর বাবা মরহুম ওয়াজেদ চৌধুরী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকা-ের পর দলকে সংগঠিত করতে ভূমিকা পালন রাখেন তিনি। তিনি রাজবাড়ী থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তার মেয়ে সালমা চৌধুরী মহিলা আওয়ামী লীগের নেতা। পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডে জড়িত তিনি।
×