ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ভারতের উত্তর প্রদেশে বজ্রপাতে নিহত ৩২

প্রকাশিত: ২৩:০৬, ২২ জুলাই ২০১৯

ভারতের উত্তর প্রদেশে বজ্রপাতে নিহত ৩২

অনলাইন ডেস্ক ॥ ভারতের উত্তর প্রদেশ রাজ্যে বজ্রপাতে ৩২ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। রবিবার একদিনেই এদের সবার মৃত্যু হয়েছে বলে সরকারি এক বিবৃতির বরাতে জানিয়েছে এনডিটিভি। এর একদিন আগে শনিবার বজ্রপাতে রাজ্যটিতে আরও একজনের মৃত্যু হয়েছিল। এছাড়া ১৮ ও ২০ জুলাই সাপের কামড়ে আরও দুই জনের মৃত্যু হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। বজ্রপাতে আরও ১৩ জন আহত হয়েছে। রবিবার বজ্রপাতে যারা নিহত হয়েছে তাদের সাত জন কানপুরে, সাত জন ফতেহপুরে, পাঁচ জন ঝাঁসিতে, চার জন জালাউনে, তিন জন হামিরপুরে, দুই জন গাজিপুরে এবং একজন করে জাউনপুর, প্রতাপগড়, কানপুর দেহাট ও চিত্রকুটে। শনিবার দেওরিয়াতে অপর একজন বজ্রপাতে নিহত হয়। একইদিন খুশিনগরে সাপের কামড়ে একজনের মৃত্যু হয়। এর আগে ১৮ জুলাই, বৃহস্পতিবার আম্বেদকারনগরে সাপের কামড়ে আরেকজনের মৃত্যু হয়। প্রাণহানির এসব ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে অর্থ সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি আহতদের উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
×