ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লালপুরে সংঘর্ষে আহত ৭

প্রকাশিত: ০৩:৩০, ২২ জুলাই ২০১৯

লালপুরে সংঘর্ষে আহত ৭

সংবাদদাতা, লালপুর ॥ নাটোরের লালপুরের আড়বাব ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে ও ফুটবল খেলাকে কেন্দ্রয় করে উভয় পক্ষের পৃথক সংঘর্ষে ৭ জন আহত হয়েছে । রবিবার রাত আটটার দিকে উপজেলার সালামপুর ও মহোরকয়া গ্রামে এই ঘটনা ঘটে । আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । যানা জায়, রবিবার রাত আটটার দিকে উপজেলা সালপুর গ্রামে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক এর সমর্থকরা নির্বাচনী মিছিল নিয়ে বিদ্রোহী ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আফজল হোসেনের নির্বাচনীয় অফিসের সামনে দিয়ে যাওয়ার পথে উভয় পক্ষের কথা কাটা-কাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয় । এসময় আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীর ২ জন ও বিদ্রোহী প্রার্থীর ১ জন আহত হয় । উপজেলার শেরপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে বাবু (৪৫), আবু রায়হান (৩০)। বিদ্রোহী পক্ষের একই গ্রামের কামালের ছেলে রুহুল আমিন (১৭) আহত হয় । অপর দিকে একই সময়ে ফুটবল খেলাকে কেন্দ্রয় করে উভয় পক্ষের সংঘর্ষে মহোরকয়া গ্রামের শমসের আলীর ছেলে আমিরুল ইসলাম,রাসেল, একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিপন ও শামসের আলী নামের একজন আহত হয়েছে । আহতদের মধ্যে বাবু ও আমিরুল ইসলামের অবস্থা আশংকা জনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে । এবিষয়ে লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় । এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে । অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে ।
×