ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাধবপুরে রাষ্ট্রদূতের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ১

প্রকাশিত: ০৫:৫১, ২২ জুলাই ২০১৯

মাধবপুরে রাষ্ট্রদূতের বাড়িতে  ডাকাতির ঘটনায় গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ ॥ মায়ানমারের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এমরান প্রকাশ গোলাপ ডাকাত কে গ্রেফতার করেছে। গোপন সুত্রে খবর পেয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক শওকতের নেতৃত্বে একদল পুলিশ সোমবার ভোর রাতে উপজেলার রামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের টেনু মিয়ার ছেলে। থানার থানার অফিসার ইনচার্জ(ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, মায়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীর গ্রামের বাড়ি মাধবপুর উপজেলার বানেশ^র গ্রামে ২১ জুন রাতে ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় রাষ্ট্রদূতের মা আমাতুনুর বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ এমরান প্রকাশ গোলাপ ডাকাত কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ডাকাতি সহ মাধবপুর , বাহুবল, হবিগঞ্জ সদরে ৭ টি মামলা রয়েছে।
×