ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভালুকায় নির্মানাধীন ভবনের ছাদ ধ্বসে আহত ৫

প্রকাশিত: ০৭:১৯, ২২ জুলাই ২০১৯

ভালুকায় নির্মানাধীন ভবনের ছাদ ধ্বসে আহত ৫

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকা উপজেলার মামারিশপুর গ্রামে সোমবার দুপুরে আমিন ভূইয়া প্রজেক্টের ভিতরে নির্মানাধীন ভবনের ছাদ ধ্বসে ৫ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আমিন ভূইয়ার বেস্ট হোল্ডিং সার্ভিস লিমিটেডের কর্তৃপক্ষ উপজেলার মামারিশপুর পশ্চিমপাড়া এলাকায় জমি ক্রয় করে সামনের অংশে ফ্যাক্টরী গড়ে তুলার লক্ষ্যে বহুতল ভবণ নির্মাণ করছিলো। সোমবার সকালে প্রায় ৬০/৭০ জন শ্রমিক নতুন দ্বিতল ভবণ নির্মাণের ছাদের কাজ করার সময় বিকট শব্দে ছাদটি ধ্বসে পড়ে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করে। আহত শ্রমিকরা হলো, মজিবর রহমান (৪৫), আলমগীর (২১), আলামীন (২২), হেকমত আলী (৫৫) ও সুজন (৪০)। তাদের মাঝে আশঙ্কাজনক অবস্থায় আলামীনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল, মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শণ কনে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন, উপজেলা প্রকৌশলী ফরিদুল ইসলাম, মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন ও ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার ইকবাল হাসান। ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মো: রকিবুল হাসান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নির্বাহী অফিসার মাসুদ কামাল জানান, এ ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।
×