ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাড়েনি শ্যুটিং ফেডারেশনের অবকাঠামো

প্রকাশিত: ০৭:৪৩, ২২ জুলাই ২০১৯

বাড়েনি শ্যুটিং ফেডারেশনের অবকাঠামো

স্পোর্টস রিপোর্টার ॥ পরিধি বড় হলেও, বাড়েনি শ্যুটিং ফেডারেশনের অবকাঠামো। তিনটি রেঞ্জ থাকলেও দরকার পরিচর্যার। সাউথ এশিয়ান গেমস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আগেই শ্যুটিং ফেডারেশনকে ঢেলে সাজাতে চান মহাসচিব ইন্তেখাবুল হামিদ। কাজের আশ্বাসও মিলেছে ক্রীড়া পরিষদ সচিবের কাছ থেকে। সাউথ এশিয়ান গেমসকে সামনে রেখে চলছে নিবিড় অনুশীলন। সম্ভবনাময় ইভেন্ট শুটিংয়ের উন্নতির জন্য সরেজমিনে শুটিং ফেডারেশন পরিদর্শন করেছেন ক্রীড়া পরিষদ সচিব মাসুদ করিম। আশ্বাস দিয়েছেন সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব সবকিছু করার। ছোট পরিসর থেকে বড় হয়েছে শুটিং ফেডারেশনের পরিধি। কিন্তু সেই তুলনায় বাড়েনি অবকাঠামো। আন্তর্জাতিক মানের শুটিং রেঞ্জ বানাতে ম্যানুয়েল মেশিনগুলোর বদলে দরকার ইলেক্ট্রনিক মেশিন। ১০, ২৫ ও ৫০ মিটার রেঞ্জেও দরকার উন্নতি। ছোট-বড় মিলিয়ে ক্রীড়া পরিষদের অধীনে রয়েছে ৫৩টি ফেডারেশন-এ্যাসোসিয়েশন। শুটিংয়ে আলাদা প্রাধান্য দিতে স্পোর্টস বাজেটের ক্ষেত্রে শুটিংকে বিশেষ বিবেচনায় রাখার কথা জানালেন এনএসসি সচিব। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ইতিমধ্যেই বাজেটের খসড়া তৈরি করেছেন ফেডারেশন মহাসচিব। অবকাঠামোগত উন্নয়ের পরই আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস ফেডারেশন মহাসচিবের।
×