ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লালমনিরহাট শহরে ৮টি বাড়ি আগুনে পুড়ে ছাঁই

প্রকাশিত: ০৮:৫৮, ২২ জুলাই ২০১৯

লালমনিরহাট শহরে ৮টি বাড়ি আগুনে পুড়ে ছাঁই

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ লালমনিরহাট সদর উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় বৈদ্যূতিক শর্টসার্কিটের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৮টি পরিবারের বসত বাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার দুটুর ১২ টায় সদর উপজেলার টিন্ডটি মোড় এলাকায় টিভি দেখার সময় আমিনুর ইসলামের বাড়িতে টিভির সংযোগ হতে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে আগুন বৈদ্যূতিক তারের মাধ্যমে ৮টি বাড়িতে ছড়িয়ে পড়ে। মুগুর্তে ৮টি বাড়ি পুড়ে ছাঁই হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে দেড়ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডস্থল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ মতিয়অর রহমান, জেলঅ প্রশাসক আবু জাফর, এসপি এসএম রশিদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রী জয়শ্রী রাণী রায় পরিদর্শন করেছেন। ঢায়ার সাভির্সের ষ্টে৫শন অফিসার মোঃ সেলিম জানান, ঢায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড়ঘন্টা ছেস্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যূতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্র পাত ঘটেছে।
×