ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে বঁটির কোপে বাবা খুন ॥ ছেলে গ্রেফতার

প্রকাশিত: ০৯:১১, ২৩ জুলাই ২০১৯

 মুন্সীগঞ্জে বঁটির কোপে বাবা  খুন ॥ ছেলে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে মানসিক ভারসাম্যহীন ছেলের বঁটির কোপে খুন হয়েছেন এক বাবা। সোমবার সকাল সাড়ে ৫টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের সেনপাড়ার দুর্গাবাড়ী এলাকায় এঘটনা ঘটে। নিহত শাহেদ আলী (৬০) ঢাকায় ভাঙ্গারি ব্যবসা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছেলে জাহিদ হাসানকে (২৭) গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শাহেদ আলী প্রতিদিনের নেয় ফজরের নামাজ পরে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রান্নাঘরে স্ত্রীর কাছে ছেলেকে ওষুধ খাওয়ানের কথা বলে উঠানে আসতেই ছেলে জাহিদ হাসান তাকে বঁটি দিয়ে গলায় কোপ দেয়। শাহেদ আলীর রক্তে উঠান ভেসে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। শাহেদ আলীর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে জাহিদ হাসান বড়। টাঙ্গাইলে দুইজনের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, টাঙ্গাইল শহরের সিডিসি মার্কেটের সামনের সিঁড়ি থেকে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল। মাঝে মাঝে ওই এলাকায় ঘোরাফেরা করত। এদিকে টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরায় যুবক স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও পিটুনিতে খালেক সরদার (২৬) নামের এক যুবক খুন হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে তালার মুড়াগাছা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছেন নিহতের চাচা রাজ্জাক সরদার। নিহতের ফুফা সামাদ সরদার জানান, উপজেলার মুড়াগাছা গ্রামের ধোনা সরদারের সঙ্গে সাইদ সরদারের বাড়ি থেকে বের হবার ঘরোয়া রাস্তা তৈরি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার সকালে ধোনা সরদারের ছেলে রহমত সরদারসহ স্ত্রী ও পরিবারের সদস্যরা লোহার রড শাবল ও ইট দিয়ে প্রতিপক্ষ সাইদ সরদারের ছেলে খালেক সরদারকে পিটাতে থাকে। এসময় খালেককে উদ্ধার করতে চাচা রাজ্জাক সরদার এগিয়ে আসলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা। হাসপাতালে তার মৃত্যু ঘটে। ধামরাইয়ে ব্যবসায়ী সাভার থেকে সংবাদদাতা জানান, ধামরাইয়ে পরকীয়ার অভিযোগ এনে মধ্যরাতে প্রবাস ফেরত এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ১২টার দিকে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রবাস ফেরত আবুল কালাম আজাদ মাটির ব্যবসায়ী ছিলেন। একই এলাকার এক মুদি দোকানির স্ত্রীর সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক ছিল। ওই মুদি দোকানি তার দোকান পাহারা দেয়ার জন্য দোকানেই রাত যাপন করত। এই সুযোগে মুদি দোকানির স্ত্রী প্রবাসী আবুল কালামের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। তবে বিষয়টি বুঝতে পেরে ওই মুদি দোকানি তার স্ত্রীকে ভয়-ভীতি দেখায় ও হত্যার হুমকি দেয়। এ ঘটনার পর রবিবার রাতে প্রবাসী আবুল কালাম আজাদকে তার বাড়ি থেকে স্ত্রীর মাধ্যমে কৌশলে ডেকে আনেন ওই মুদি দোকানি। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুদি দোকানি তার সঙ্গীদের নিয়ে প্রবাসী আজাদকে গণপিটুনি দেয়। এত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×