ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে এমইপি কোম্পানির প্রতারণায় নিঃস্ব এক পরিবার

প্রকাশিত: ০৯:১৪, ২৩ জুলাই ২০১৯

 কিশোরগঞ্জে এমইপি কোম্পানির প্রতারণায় নিঃস্ব এক পরিবার

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২২ জুলাই ॥ মোহাম্মদী ইলেক্ট্রিক ওয়্যারস এ্যান্ড মাল্টি প্রোডাক্টস (এমইপি) কোম্পানির অভিনব প্রতারণার শিকার হয়ে হাবিবুর রহমান ভূঞা নামে মুজিব আদর্শিক এক ব্যক্তি নিঃস্ব হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে সোমবার সকালে শহরের গৌরাঙ্গবাজার এলাকায় ‘আমরা কিশোরগঞ্জবাসী’র ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করাসহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে প্রতারিত হাবিবুর রহমান ভূঞা বলেন, কোম্পানির প্রতারণার বিষয়টি বুঝতে পারার কিছুদিনের মধ্যেই হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছি। এখন নিঃস্ব হয়ে পরিবার পরিজন নিয়ে দ্বারে দ্বারে ঘুরছি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আশায় ইতোমধ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে পরিবারের লোকজন নিয়ে চারদিন আমরণ অনশনও করে এসেছি। এতে কোম্পানি কর্তৃপক্ষ ক্ষিপ্ত হয়ে হয়রানিমূলক মামলা দায়েরের হুমকি-ধমকি দিয়েছে। মানববন্ধন চলাকালে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন। এ সময় এ্যাডভোকেট এনামুল হক, বিশিষ্ট শ্রমিক নেতা আঃ রহমান রুমি, ব্যবসায়ী নেতা হাবিবুর রহমান হীরা, আবুল ফাতাহসহ অন্যরা বক্তৃতায় কোম্পানির প্রতারণার বিষয়টি খতিয়ে দেখে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে মোহাম্মদী ইলেক্ট্রিক ওয়্যারস এ্যান্ড মাল্টি প্রোডাক্টস (এমইপি) লিমিডেট কোম্পানির সঙ্গে চুক্তিপত্র হয়ে হাবিব ট্রেড লিঙ্কের প্রতিষ্ঠাতা পরিচয়ে হাবিবুর রহমান ভূঞা কিশোরগঞ্জে ডিস্ট্রিবিউটরের ব্যবসা করে আসছিলেন।
×