ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৯ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দেবে আশুগঞ্জ পাওয়ার

প্রকাশিত: ০৯:৩০, ২৩ জুলাই ২০১৯

 ২৯ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দেবে আশুগঞ্জ পাওয়ার

অর্থবছরের জন্য ২৯ শতাংশ (শেয়ার প্রতি ২.৯০ টাকা) চূড়ান্ত নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড। কোম্পানিটি ইউনাইটেড এনার্জি লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি এবং ইউনাইটেড এনার্জি লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডি) সাবসিডিয়ারি কোম্পানি। ডিএসই সূত্রে জানা গেছে, ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি ২০১৮-১৯ অর্থবছরের জন্য শেয়ার প্রতি ২.৯০ টাকা (২৯ শতাংশ) যার পরিমাণ ১১৬ কোটি ১৩ লাখ ১ হাজার ৮১৩ টাকা লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। এর আগে একই অর্থবছরের জন্য আশুগঞ্জ এনার্জি শেয়ার প্রতি ০.৯৭৫ টাকা (৯.৭৫ শতাংশ) যার পরিমাণ ৩৯ কোটি ৪ লাখ ৩৭ হাজার ৬৭৮ টাকা অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দেয়। -অর্থনৈতিক রিপোর্টার
×