ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ইউরোপীয় বাজারে জিএসপি সুবিধা পাবেন নিবন্ধিত ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৯:৪৮, ২৩ জুলাই ২০১৯

 ইউরোপীয় বাজারে জিএসপি সুবিধা পাবেন নিবন্ধিত ব্যবসায়ীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ এখন থেকে ইউরোপীয় ইউনিয়নের বাজারে জিএসপি সুবিধা নিতে পারবেন নিবন্ধিত ব্যবসায়ীরা। এর তদারকি করবে রফতানি উন্নয়ন ব্যুরো। এই সুবিধা সততার সঙ্গে কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তদারকিতে কোন গাফিলতি বা হয়রানি যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখার দাবি জানান এফবিসিসিআই সভাপতি। স্বল্পন্নোত দেশগুলোর জন্য ১৯৭১ সাল থেকে অস্ত্র ছাড়া সব রফতানি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশও দীর্ঘদিন থেকে এই সুবিধা পাচ্ছে। বর্তমানে মোট রফতানির ৫৬ দশমিক ৩৯ শতাংশ হয় ইইউ বাজারে। বিভিন্ন খাতের প্রায় ৬ হাজার রফতানিকারক ইপিবির মাধ্যমে কান্ট্রি অব অরিজিন সনদ নিয়ে পণ্যের শুল্কমুক্ত সুবিধা পায়। তবে, ২০১০ সাল থেকে এই পদ্ধতির কিছুটা পরিবর্তন আনে ইইউ কর্তৃপক্ষ।
×