ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩ টাকা

প্রকাশিত: ০৯:৪৮, ২৩ জুলাই ২০১৯

 হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩ টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম প্রতিকেজি ৩ টাকা করে কমেছে। দু’দিন আগে প্রতিকেজি ১৯ টাকা থেকে ২৩ টাকা দরে বিক্রি হলেও এখন তা ১৮ টাকা থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত ও বৈরি আবহাওয়ার কারণে দেশের ১৪ থেকে ১৫টি জেলায় বন্যা দেখা দিয়েছে। ওই সব অঞ্চলে পেঁয়াজের বাড়তি চাহিদা অনেকটা কমে এসেছে। পেঁয়াজের ক্রেতা সঙ্কটও দেখা দিয়েছে। এছাড়া আসন্ন কোরবানির ঈদকে ঘিরে দেশের বাজারে পেঁয়াজের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে বন্দরের ছোট-বড় আমদানিকারকরা পেঁয়াজের আমদানি বাড়িয়ে দিয়েছেন। এতে আগে যেখানে গড়ে প্রতিদিন ১৫ থেকে ২০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হতো, সেখানে এখন ৪৫ থেকে ৫০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। একই হারে দেশের সব বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হচ্ছে। এতে দেশের বাজারে পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় পেঁয়াজের দাম কমেছে।
×