ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চীনের ঋণ পরিশোধে বিদেশী বন্ড বিনিময়ের সুযোগ

প্রকাশিত: ০৯:৪৮, ২৩ জুলাই ২০১৯

 চীনের ঋণ পরিশোধে বিদেশী বন্ড বিনিময়ের সুযোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবসায়িক ঋণ পরিশোধে সব ধরনের বিদেশী বন্ড বিনিময়ের সুযোগ উন্মুক্ত করেছে, দ্য পিপলস ব্যাংক অব চায়না। শনিবার এই নীতি ঘোষণা করে চীনের কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকদের অর্থ পরিশোধে নিজেদের মধ্যে লেনদেনে এ সুবিধা ভোগ করবে বাণিজ্যিক ব্যাংকগুলো। নিবন্ধিত বিদেশী ব্যবসা প্রতিষ্ঠানও ব্যাংকিং লেনদেনে বিদেশী বন্ডের মাধ্যমে ঋণ পরিশোধের সুযোগ পাবে। দ্য পিপলস ব্যাংক অব চায়না জানায়, অর্থনৈতিক ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে বিদেশী বন্ড বিনিময়ের এ সুযোগ দেয়া হচ্ছে। একইসঙ্গে অভ্যন্তরীণ ব্যাংক বন্ড মার্কেটে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণও বাড়বে।
×