ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে ছেলে ধরা সন্দেহে মানষিক ভারসাম্যহীন এক নারী গণপিটুনিতে আহত

প্রকাশিত: ০৯:৪৮, ২২ জুলাই ২০১৯

দৌলতপুরে ছেলে ধরা সন্দেহে মানষিক ভারসাম্যহীন এক নারী গণপিটুনিতে আহত

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ছেলে ধরা সন্দেহে হাসিনা বেগম নামে মানষিক ভারসাম্যহীন এক নারীকে গণপিটুনি দিয়ে আহত করেছে এলাকাবাসী। পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে পরিবারের নিকট হস্তান্তর করেছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর থানার পাশর্^বর্তী শিতলাইপাড়া গ্রামে নির্মম ও অমানবিক এ ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দৌলতপুর মাষ্টারপাড়া গ্রামের আশিকুর রহমান রনির বাড়িতে তার মানষিক ভারসাম্যহীন শাশুড়ি গত রোজার ঈদের আগে থেকে অবস্থান করছিলেন। সেখানে তার চিকিৎসা চলছিল। সোমবার সকালে বাড়ির লোকজনের অজান্তে হাসিনা বেগম (৬০) নামে ওই মানষিক ভারসাম্যহীন নারী বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তি শিতলাইপাড়া গ্রামে গেলে গ্রামের লোকজন ছেলে ধরা সন্দেহে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা পর পরিবারের নিকট হস্তান্তর করে। আহত হাসিনা বেগমের বাড়ি ময়মনসিংহ জেলায়। দৌলতপুর থানার ওসি আজম খান বলেন, তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে। এ ঘটনায় আহতের স্বজনরা মামলা করতে চাইলে মামলা নেয়া হবে।
×