ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তেজতুরী বাজারে ছাত্রী হোস্টেলে অগ্নিকান্ড

প্রকাশিত: ১০:২৩, ২৩ জুলাই ২০১৯

 তেজতুরী বাজারে ছাত্রী হোস্টেলে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পশ্চিম তেজতুরী বাজার এলাকায় একটি ছাত্রী হোস্টেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত সাড়ে তিনটার দিকে একটি পাঁচতলা ভবনে নিবেদিকা মহিলা হোস্টেলের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কন্ট্রোল অপারেটর ফরহাদুল আলম জানান, পশ্চিম তেজতুরী বাজারের ওই ছাত্রী হোস্টেলে রবিবার রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। সোমবার ভোর সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ভবনটির তৃতীয় তলা থেকে দুই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তা এখনই জানা যায়নি। তদন্ত হচ্ছে। তেজগাঁও থানার এসআই মোহাম্মদ হেদায়েত উল্লাহ জানান, ওই সময় হোস্টেলে যারা ছিলেন। তাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তবে দ্বিতীয় তলার কিছু আসবাবপত্র আগুনে পুড়ে যায়।
×