ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাঠের বাইক...

প্রকাশিত: ১০:২৪, ২৩ জুলাই ২০১৯

 কাঠের বাইক...

ফিলিপিন্সের আদিবাসীদের তৈরি কাঠের বাইকে অভিভূত পর্যটকরা। রয়েছে কাঠের প্যাডেল। পাহাড়ী এলাকায় তারা সানন্দে চালায় সেই বাইক। নেই মাথায় হেলমেট, নেই কোন কিছু। অনেক সময় তারা ঐতিহ্যবাহী পোশাক পরে উঠে পড়েন তাদের প্রিয় কাঠের বাইকে। তাদের বিশ্বাস, গাছ ও পাহাড় এমনই প্রাকৃতিক বিষয়ের মধ্যে ঈশ্বরের বসবাস। তাই তারা এসব কিছুকে মানে ও শ্রদ্ধা করেন। জীবনযাত্রা কষ্টের হলেও তারা খুশি অল্পতে। তাদেরই তৈরি এই কাঠের বাইকের ছবি এখন জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সংবাদমাধ্যমেও। তাই বাইকপ্রেমীরা পুরনো বাইক পরিবর্তন করে নতুন বাইক কেনার পরিকল্পনা করবেন নাকি জীবনের প্রথম বাইক কিনতে চলেছেন তাই একটু ভেবে দেখুন কি করবেন। এবার চোখ রাখুন কাঠের বাইকে। এটা কোন যেনতেন বাইক নয় বরং দেখতেও যেমন অনন্য তেমনই এর বিশেষত্বও অবাক করে দেবে ছোট-বড় সবাইকে। এমনকি বাইকপ্রীতি যদি নাও থাকে তাহলেও আপনাকে রীতিমতো দাঁড়িয়ে থেকে দেখতে হবে এই যানকে। ছবি দেখেই অনুমান করতে পারবেন কেমন বাইক এটি। রিচার্ড হ নামে এক ব্যক্তি এই বাইকগুলোর ছবি তুলেছেন। ফিলিপিন্সে কাজের সূত্রে তিনি ও তার স্ত্রী গিয়েছিলেন। সেখানেই তিনি এই বাইকের সন্ধান পান। একেবারে পছন্দসই বাইক। পছন্দের সিংহ, ঘোড়া বা ড্রাগন যে রকম চান সেই রকমই তৈরি করা যায় এগুলো। -ইন্ডিয়া টাইমস
×