ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুতে এবার বসছে রোডওয়ে স্ল্যাব

প্রকাশিত: ১০:৪৩, ২৩ জুলাই ২০১৯

 পদ্মা সেতুতে এবার বসছে রোডওয়ে  স্ল্যাব

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ এবার পদ্মা সেতুতে বসছে রোডওয়ে স্ল্যাব। জাজিরা প্রান্তে সেতুর ভায়াডাক্টে (সেতুর গোড়া) রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ চলছে। বাংলাদেশে প্রথম কোন সেতুতে এমন গার্ডার ব্যবহার করা হচ্ছে। গত রবিবার সন্ধ্যা ছয়টায় জাজিরা প্রান্তের ভায়াডাক্টে প্রথম সুপার ‘টি-গার্ডার’টি সেতুর এন-২০ ও এন-২১ নম্বর পিলারের মধ্যবর্তী ২১ নম্বর স্প্যানে সফলভাবে বসানো হয়েছে। জাজিরা প্রান্তে ভায়াডাক্টের ৪৪ পিলার ও ৪৪ স্প্যানে এসব স্ল্যাব বসবে। পদ্মাসেতুর দায়িত্বশীল এক প্রকৌশলী জানান, এসব গার্ডার ৩৮ মিটার লম্বা, উচ্চতা ১.৮ মিটার। এসব গার্ডারের প্রস্থ ২ মিটার থেকে ২.৯ মিটার পর্যন্ত হয়ে থাকে। এসব গার্ডার শুধুমাত্র সড়ক পথের জন্য ব্যবহৃত হচ্ছে। জাজিরা প্রান্তেই প্রথম বসানোর মাধ্যমে শুরু হয়েছে কাজটি। জাজিরা প্রান্তে ২৩৪ ও মাওয়া প্রান্তে ২০৪ ‘টি-গার্ডার’ বসানো হবে। পদ্মাসেতু এখন দুই কিলোমিটারের বেশি দৃশ্যমান হয়েছে ১৪ স্প্যান বসিয়ে। পুরো সেতুতে দুই হাজার ৯৩১ রোডওয়ে স্ল্যাব বসানো হবে। আর রেলওয়ে স্ল্যাব বসানো হবে দুই হাজার ৯৫৯। ২০১৪ সালের ডিসেম্বরে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতু নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার কোটি টাকা।
×