ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদার অব হিউম্যানিটি পদকের মনোনয়ন চলছে

প্রকাশিত: ১০:৪৬, ২৩ জুলাই ২০১৯

 মাদার অব হিউম্যানিটি পদকের মনোনয়ন চলছে

বিশেষ প্রতিনিধি ॥ পাঁচ ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’ দেবে সরকার। এ লক্ষ্যে ৫ জুলাই থেকে মনোনয়ন গ্রহণ চলছে। আগামী ৩১ জুলাই, জেলা পর্যায়ের কমিটিতে আবেদন গ্রহণ এবং জেলা কমিটিতে মনোনয়ন চূড়ান্তকরণ আগামী ১৭ আগস্ট। জেলা কমিটি কর্তৃক মন্ত্রণালয়ে মনোনয়ন সুপারিশ প্রেরণ ৩১ আগস্ট। মন্ত্রণালয়/বিভাগ পর্যায়ে সরকারী প্রতিষ্ঠান মনোনয়ন চূড়ান্ত চলতি বছরের ২০ আগস্ট। জাতীয় কমিটি কর্তৃক মনোনয়ন চূড়ান্তকরণ ১৫ অক্টোবর। জাতীয় কমিটি কর্তৃক চূড়ান্ত মনোনয়ন মন্ত্রিসভায় প্রেরণ ৩১ অক্টোবর এবং প্রধানমন্ত্রী কর্তৃক মনোনয়ন অনুমোদনক্রমে পদক ঘোষণা ২০২০ সালের ২ জানুয়ারি। যে পাঁচটি ক্ষেত্রে এই পুরস্কার দেয়া হবে সেগুলো হলো- বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা নারীদের কল্যাণ ও পুনর্বাসনে অবদান। প্রান্তিক, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা, আত্মনির্ভরশীলকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের জন্য এই পুরস্কার দেয়া হবে। নীতিমালা অনুযায়ী, পদকের সংখ্যা হবে প্রতি বছর ব্যক্তি পর্যায়ে তিনটি এবং সংস্থা বা প্রতিষ্ঠান পর্যায়ে দুটিসহ মোট পাঁচটি। পদকপ্রাপ্ত ব্যক্তি ও সংস্থাকে ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণের একটি পদক, পদকের একটি রেপ্লিকা, দুই লাখ টাকা ও একটি সম্মাননা সনদ দেয়া হবে। ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’ অন্যতম সর্বোচ্চ জাতীয় পদক হিসেবে গণ্য হবে। প্রতি বছর ২ জানুয়ারি সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় সমাজসেবা দিবস অনুষ্ঠানে এই পদক দেয়া হবে। প্রাথমিক বাছাইয়ের ক্ষেত্রে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রীর নেতৃত্বে হবে জাতীয় কমিটি।
×