ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বকেয়া বেতন ভাতা দাবিতে বিআরটিসি চেয়ারম্যান অবরুদ্ধ

প্রকাশিত: ১০:৪৭, ২৩ জুলাই ২০১৯

 বকেয়া বেতন ভাতা দাবিতে বিআরটিসি চেয়ারম্যান অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার ॥ বকেয়া বেতন-ভাতার দাবিতে বিআরটিসির চেয়ারম্যানকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে চালক ও সহকারীরা। শতাধিক পরিবহন শ্রমিক সোমবার সকালে রাজধানীর দিলকুশা এলাকায় পরিবহন ভবনের প্রধান গেটে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন। ওই ভবনের চতুর্থ তলায় বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়ার কার্যালয়। চেয়ারম্যানকে ভেতরে রেখে গেট তালা লাগানোর পর ভবনের সামনে থাকা চেয়ারম্যানের গাড়ির চাকার হাওয়া ছেড়ে দেন বিক্ষোভকারীরা। দুপুর ২টার পর গাড়িটি সেখান থেকে সরানো হলেও ভবনের গেটে তখনও তালা ঝুলছিল। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের কারও কারও ১৭ মাসের বেতন-ভাতা বকেয়া। পরিবার পরিজন নিয়ে তারা মানবেতন জীবন-যাপন করছেন। চেয়ারম্যানের কার্যালয় থেকে গত আড়াই বছরে বার বার আশ্বাস দেয়া হলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ করেন এই পরিবহন শ্রমিকরা। তাদের বিক্ষোভের মধ্যে বিআরটিসি সচিব নূর-ই-আলম দুপুরে পরিবহন ভবনের ভেতর থেকে গেটের সামনে এসে শ্রমিকদের সমস্যা সমাধানে আশ্বাস দেন। কিন্তু বিক্ষোভকারীরা তাতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।
×