ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গেও ছেলেধরা আতঙ্কে গণপিটুনির শিকার দুই ব্যক্তি

প্রকাশিত: ১০:৪৯, ২৩ জুলাই ২০১৯

 পশ্চিমবঙ্গেও ছেলেধরা আতঙ্কে গণপিটুনির শিকার দুই ব্যক্তি

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশের মতো করে ভারতের পশ্চিমবঙ্গেও ছেলেধরা আতঙ্কে দুই ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছেন বলে জানা গেছে। সে দেশের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, রাজ্যের একই জেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন তারা। খবর ওয়েবসাইটের। সোমবার ভোরে সন্দেহের বশবর্তী হয়ে আলিপুরদুয়ার নামের জেলা শহরের পূর্ব ভোলাডাবরি এলাকায় এক ব্যক্তিকে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। রাতে একই জেলার বাদলনগরে আক্রান্ত হন এক ভবঘুরে প্রৌঢ়া। দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়েছে পুলিশ। সংবাদ প্রতিদিন তাদের প্রতিবেদনে জানিয়েছে, ছেলেধরা সন্দেহে আলিপুরদুয়ারে ধারাবাহিক গণপিটুনির ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। রীতিমতো মাইকিং করে চলছে প্রচার। তবে পরিস্থিতির বদল ঘটছে না। জানা গেছে, সোমবার ভোরে পূর্ব ভোলডাবরি এলাকায় এক অচেনা ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। ছেলেধরা সন্দেহে ল্যাম্পপোস্টে বেঁধে শুরু হয় গণপিটুনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। আক্রান্তের পরিচয় এখনও জানা যায়নি। তবে তিনি বিহারের বাসিন্দা বলে শোনা যাচ্ছে।
×