ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বন্যাকবলিত এলাকায় ত্রাণ কমিটি

প্রকাশিত: ১২:২৭, ২৩ জুলাই ২০১৯

 বন্যাকবলিত এলাকায় ত্রাণ কমিটি

স্টাফ রিপোর্টার ॥ বন্যা কবলিত এলাকায় আজ থেকে ত্রাণ কার্যক্রম শুরু করছে বিএনপি। এজন্য তারা পাঁচ বিভাগে আলাদা ত্রাণ কমিটি গঠন করেছে। রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগে এই ত্রাণ কার্যক্রম চালানো হবে। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকের পর দলের কেন্দ্রীয় ত্রাণ কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দলের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সারাদেশে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে পাঁচ বিভাগের জন্য ত্রাণ কমিটির গঠন করা হয়েছে। জেলাগুলোতেও দলের একটি করে ত্রাণ কমিটি থাকবে। ত্রাণ কমিটির সঙ্গে ভ্রাম্যমাণ মেডিক্যাল ক্যাম্পও করা হবে। ময়মনসিংহে ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, রাজশাহীতে চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু ও সিলেটে খন্দকার মোক্তাদির প্রমুখ।
×