ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঈদ-উল-আজহা সামনে রেখে মসলার বাজারে উত্তাপ

প্রকাশিত: ১২:২৯, ২৩ জুলাই ২০১৯

 ঈদ-উল-আজহা সামনে রেখে মসলার বাজারে উত্তাপ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পবিত্র ঈদ-উল-আজহা যতই ঘনিয়ে আসছে মসলার পাইকারি বাজার মূল্যে ততই উত্তাপ সৃষ্টি হচ্ছে। যা খুচরা বাজারে কয়েক গুণ হারে আঘাত করেছে ইতোমধ্যে। গত দুই থেকে তিন সপ্তাহ আগেও মসলার বাজার স্থিতিশীল ছিল। কিন্তু এরই মধ্যে বিভিন্ন ধরনের মসলার দাম বেড়ে গেছে। চট্টগ্রামের খাতুনগঞ্জ মসলার বৃহত্তম পাইকারি বাজার সূত্রে জানা গেছে, ইতোমধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি, জিরা, জাইফল, জত্রিক, আদা, রসুন ও পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা দাবি করেছেন, ঘোষিত নতুন বছরের বাজেট পাস হওয়ার পরই মসলার বাজারে আঘাত হেনেছে। ব্যবসায়ীরা জানান, বিভিন্ন ধরনের মসলার মধ্যে মূলত গুয়েতেমালা থেকে এলাচি, চীন এবং ভিয়েতনাম থেকে দারুচিনি, লবঙ্গ, গোলমরিচসহ বিভিন্ন মসলা জাতীয় পণ্য আমদানি হয়ে থাকে। এছাড়া দেশের মসলার গুঁড়া বাজারও আমদানি নির্ভরশীল। তবে আন্তর্জাতিক বাজারে মসলার মূল্য বাড়েনি। কিন্তু বাংলাদেশে বাজেটে শুল্কহার বৃদ্ধি পাওয়ার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। খাতুনগঞ্জের বাজার সূত্র আরও জানিয়েছে, বর্তমানে এলাচ-এর আমদানি মূল্য ৮৫০ টাকা হলেও পাইকারি বাজারে ১ কেজি এলাচ বিক্রি হচ্ছে ২২শ টাকায়। যা খুচরা বাজারে ২৩শ টাকার উপরে। জত্রিকার আমদানি মূল্য ৩২৮ টাকা অথচ পাইকারি মূল্য ২২শ টাকা ও খুচরা বাজারে তা ২৪শ টাকার উপরে। অনুরূপভাবে জিরার আমদানি মূল্য ২৪৪ টাকা। পাইকারি বাজারে তা ৩০০ থেকে সাড়ে তিনশ টাকার উপরে।
×