ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রিয়া সাহার নিজ এলাকা নাজিরপুরে মানববন্ধন, বিচার দাবি

প্রকাশিত: ১২:৩১, ২৩ জুলাই ২০১৯

 প্রিয়া সাহার নিজ  এলাকা নাজিরপুরে মানববন্ধন, বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২২ জুলাই ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যা তথ্য দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় প্রিয়া সাহার বক্তব্যের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার নিজ এলাকার পিরোজপুরের নাজিরপুর উপজেলার জনগণ। সোমবার দুপুরে নাজিরপুর উপজেলা পরিষদ সড়কে কনসার্টেড ইম্পিরিয়্যাল ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে প্রিয়া সাহার বেসরকারী উন্নয়ন সংস্থার (শারি) অধীন ও অর্থায়নে পরিচালিত সংখ্যালঘুদের মানবাধিকার সুরক্ষা বিষয়ক একটি সংগঠন সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা-(সুনাম) পিরোজপুর সদর উপজেলা কমিটি থেকে ২৫ জন সদস্য তার বক্তব্যের প্রতিবাদস্বরূপ স্বেচ্ছায় পদত্যাগ করেছে। মানববন্ধনে বক্তারা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য দিয়েছে প্রিয়া সাহা। প্রিয়া সাহা নিজ স্বার্থ হাসিলের জন্য বিদেশীদের কাছে দেশবিরোধী মিথ্যা তথ্য দিয়েছে। নাজিরপুরে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। এখানে কোন হিন্দু নির্যাতন বা গুমের ঘটনা নেই। বক্তারা আরও বলেন, প্রিয়া সাহা যে মিথ্যাচার করেছে তা রাষ্ট্রবিরোধী। এ কারণে প্রিয়া সাহাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দাবি করেন তারা।
×