ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুর্নীতির অভিযোগে ব্যবসায়ী নূর আলীকে দুদকে তলব

প্রকাশিত: ১৩:০৪, ২৩ জুলাই ২০১৯

 দুর্নীতির অভিযোগে ব্যবসায়ী নূর আলীকে দুদকে তলব

স্টাফ রিপোর্টার ॥ বোরাক রিয়েল এ্যাস্টেটের এমডি ব্যবসায়ী মোহাম্মদ নূর আলীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বনানী ডিসিসি-ইউনিক কমপ্লেক্স নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে। তাকে আগামী ৩১ জুলাই সকাল ১০টায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে সোমবার সংস্থাটির উপ-পরিচালক এস এম আখতার হামিদ ভূঞা নোটিস দিয়েছেন। ওই নোটিসে বলা হয়, বোরাক রিয়েল এ্যাস্টেট প্রাইভেট লিমিটেড নামক প্রতিষ্ঠান ঢাকা সিটি কর্পোরেশনের সঙ্গে ১৪ তলা ভবন নির্মাণের চুক্তি করে, উক্ত চুক্তি ভঙ্গ করে ১৪ তলা ভবনের স্থলে ৩০ তলা ভবনের ২৮ তলা নির্মাণ করা হয়। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জমিতে অবস্থিত বাণিজ্যিক ভবনটি নির্মাণ করে বোরাক রিয়েল এ্যাস্টেট।
×