ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ তেল ট্যাংকারের ভারতীয় ক্রুরা নিরাপদে আছেন ॥ জয়শঙ্কর

প্রকাশিত: ২২:৫০, ২৩ জুলাই ২০১৯

ব্রিটিশ তেল ট্যাংকারের ভারতীয় ক্রুরা নিরাপদে আছেন  ॥ জয়শঙ্কর

অনলাইন ডেস্ক ॥ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ইরানের সঙ্গে যোগাযোগ করে তারা এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন যে, সম্প্রতি হরমুজ প্রণালী থেকে আটক ব্রিটিশ তেল ট্যাংকারের সব ক্রু নিরাপদ ও সুস্থ আছেন। এ ব্যাপারে তেহরানস্থ ভারতীয় দূতাবাস ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন বলেও জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত ১৯ জুলাই পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাংকার ‘স্টেনা ইমপেরো’কে আটক করে। ইরানি কর্মকর্তারা জানিয়েছে, ওই প্রণালী অতিক্রমের সময় নিজের জিপিএস লোকেটর বন্ধ করে জাহাজটি ভুল রুট দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করছিল। ব্রিটিশ তেল ট্যাংকারটিকে পরীক্ষা-নীরিক্ষা করার জন্য ইরানের দক্ষিণাঞ্চলীয় ‘বন্দর আব্বাস’ সমুদ্র বন্দরে নিয়ে আসা হয়েছে। ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাংকারটিতে ২৩ জন ক্রু রয়েছেন যাদের ১৮ জনই ভারতীয় নাগরিক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার নয়াদিল্লিতে আরো জানান, ইরানের হাতে আটক ভারতীয় ক্রুদের মুক্ত করার জন্য ভারত সরকার সব রকম চেষ্টা চালাচ্ছে। এর আগে গত ৪ জুলাই ব্রিটিশ নৌবাহিনী জিব্রাল্টার প্রণালি থেকে ইরানের একটি সুপার তেল ট্যাংকার আটক করে। লন্ডন দাবি করে, ইরানি ট্যাংকারটি সিরিয়ার জন্য তেল নিয়ে যাচ্ছিল এবং এর ফলে সিরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘিত হচ্ছিল। অথচ পশ্চিমা গণমাধ্যমেই খবর বেরিয়েছে, আমেরিকার অনুরোধে সাড়া দিয়ে ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামানোর মার্কিন পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে ব্রিটিশ সরকার এ কাজ করেছে।
×