ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষার মানোন্নয়নের তাগিদ বাদশার

প্রকাশিত: ০৫:৪৮, ২৩ জুলাই ২০১৯

শিক্ষার মানোন্নয়নের তাগিদ বাদশার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন অনেক হয়েছে। এখন শিক্ষার মান বৃদ্ধিতে সবাইকে কাজ করতে হবে। বিশেষ করে এ ব্যাপারে শিক্ষকদের ভূমিকা থাকতে হবে সবচেয়ে বেশি। মঙ্গলবার সকালে রাজশাহী মহানগরীর কোর্ট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাদশা বলেন, দেশের শিক্ষার মান কীভাবে আরও বৃদ্ধি করা যায় সে ব্যাপারে কাজ করছে সংসদীয় কমিটি। রাজশাহী-২ (সদর) আসনের টানা তিনবারের এই সংসদ সদস্য বলেন, রাজশাহী মহানগরীর পশ্চিমাংশেও এখন এতো বেশি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যে এ এলাকাটি এখন শিক্ষা উপ-নগরীতে পরিণত হয়েছে। রাজশাহী কোর্ট মডেল উচ্চ বিদ্যালয়ও জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেও এ সময় আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে স্কুলটির পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এর আগে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহীর শিক্ষক নেতা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান। সভাপতিত্ব করেন রাজশাহী কোর্ট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সামাউন হক।
×