ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে শেয়ারবাজারে সূচকের বড় উত্থান

প্রকাশিত: ০৬:০৭, ২৩ জুলাই ২০১৯

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে শেয়ারবাজারে সূচকের বড় উত্থান

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের কার্যরত বিভিন্ন ব্যাংককে শেয়ারবাজারে বিনিয়োগে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের কারণে মঙ্গলবার শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১১ পয়েন্ট বেড়েছে। যা বিগত সাড়ে ৬ মাসের মধ্যে যেকোনো দিনের তুলনায় সর্বোচ্চ উত্থান। এই দিন সব ধরনের সূচক বেড়েছে ২ শতাংশের বেশি। সেখানে একদিনে ৯৩ ভাগ কোম্পানির দর বেড়েছে। জানা গেছে, যেসব ব্যাংকের শেয়ারবাজারে বিনিয়োগ সীমা অনুযায়ী বিনিয়োগ করার সক্ষমতা রয়েছে, সেসব ব্যাংককে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য নতুন করে নির্দেশনা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে ২০টিরও বেশি ব্যাংকের শেয়ারবাজারে বিনিয়োগ করার সুযোগ রয়েছে। ওই ব্যাংকগুলোর প্রায় ২-৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে পারবে। এ নিয়ে সোমবার বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। মূলত কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগের কারণে মঙ্গলবারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তে থাকে। দর বাড়তে থাকার কারণে শেয়ার বিক্রির চাপ কমে যায়। বিক্রির চাপ কম থাকায় লেনদে খুব বেশি বাড়েনি। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১১ পয়েন্ট বেড়ে ৫০৭৭ পয়েন্টে উঠে এসেছে। যা ডিএসইতে সাড়ে ৬ মাস বা ১২৭ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ২০১৯ সালের ৮ জানুয়ারি মঙ্গলবারের চেয়ে সূচক বেশি বেড়েছিল। ওইদিন ডিএসইএক্স বেড়েছিল ১১৬ পয়েন্ট। এদিকে মঙ্গলবারে আগের দুইদিনের বড় পতন শেষে ১১১ পয়েন্ট বাড়ায় ৫ হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার ওপর সূচক অবস্থান করছে। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২৫ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৬৪ ও ১ হাজার ৮১৪ পয়েন্টে। এদিন ডিএসইতে ৩১৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৪৬৪ কোটি টাকা। এ হিসাবে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১৪৭ কোটি টাকা কমেছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানির মধ্যে ৩২৭টি বা ৯৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৫টি বা ৪ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি বা ৩ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজের শেয়ার। এদিন কোম্পানির ১৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা সিনোবাংলার ১০ কোটি ২২ লাখ টাকার এবং ৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। লেনদেনে এরপর রয়েছে - ডরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, বিকন ফার্মা, ন্যাশনাল পলিমার, ব্র্যাক ব্যাংক, সী পার্ল এবং মুন্নু সিরামিক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫০৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩০টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দর। সিএসইতে ১২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে
×