ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই বছর পর ঘাতক কার চালককে গ্রেফতার করেছে পিবিআই

প্রকাশিত: ০৯:২৩, ২৪ জুলাই ২০১৯

দুই বছর পর ঘাতক কার চালককে গ্রেফতার করেছে পিবিআই

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ দুই বছর পর গাড়ি চাপায় পথচারীর মৃত্যুর ঘটনার আসামি প্রাইভেটকার চালক নুরুল আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকার মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের জহুরী মহল্লা থেকে ঘাতক প্রাইভেটকারটির চালক মোঃ নুরুল আমিনকে (৫৯) গ্রেফতার করে পিবিআই। তার পিতার নাম মৃত সালামত উল্লাহ। মায়ের নাম আলিমুন নেছা। বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন মাছিমপুরের উত্তর হরিদচর দরগা শরীফ এলাকার বেপারী বাড়ি। পিবিআইয়ের ঢাকা মেট্রোর উত্তর বিভাগের বিশেষ পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ জানান, ২০১৭ সালের ১৩ আগস্ট ভোর সাড়ে পাঁচটার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সাদুল্লাপুরের গ্রামের বাড়ি থেকে গৌতম গোপ (৪০) তার বড় বোন সন্ধ্যা রানী গোপের ঢাকার কেরানীগঞ্জের বাড়ির উদ্দেশে বের হন। সকাল সোয়া নয়টার দিকে পল্টন থানাধীন বঙ্গবন্ধু এভিনিউয়ের সোনালী ব্যাংকের সামনে একটি প্রাইভেটকার চাপায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এমন মৃত্যুতে পরিবারটির পথে বসার যোগাড় হয়। এমন ঘটনার পর জনতা ধাওয়া করলে চালক নুরুল আমিন ঢাকা মেট্রো গ-৩৯-২৮০১ নম্বরের এলিয়ন প্রাইভেটকারটি ফেলেই পালিয়ে যায়। এ ঘটনায় ঘাতক চালকের বিরুদ্ধে মামলা হয়। থানা পুলিশ চালককে গ্রেফতার দেখিয়ে আদালতে ফাইনাল রিপোর্ট দেয়। আদালত মামলাটির তদন্তভার পিবিআইকে দেয়। শেষ পর্যন্ত পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদারের সার্বিক নির্দেশনায় গাড়িটির মালিত শাহ আলমকে প্রথমেই শনাক্ত করা হয়। শেষ পর্যন্ত গাড়ি মালিকের সূত্র ধরে ঢাকা মেট্রোর উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক মামলাটির তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।
×