ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুতে সংবাদ সম্মেলন

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই ॥ ডাঃ শহীদুল্লাহ

প্রকাশিত: ০৯:২৩, ২৪ জুলাই ২০১৯

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই ॥ ডাঃ শহীদুল্লাহ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সি ব্লকের পরিচালকের (হাসপাতাল) কনফারেন্স রুমে মঙ্গলবার দুপুর ২টায় ডেঙ্গু জ্বর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় বাংলাদেশের চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণার সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে সাম্প্রতিক ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব মোকাবেলায় অত্র বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা প্রস্তুত রয়েছেন। যদিও ডেঙ্গু জ্বরের কারণে কয়েকটি মৃত্যুর খবর শোনা যাচ্ছে তবে শুধু ডেঙ্গুর কারণে অন্যান্য রোগ বা সমস্যা না থাকলে রোগীর মারা যাওয়ার কথা নয়। বর্তমান সময়ে জ্বর নিয়ে কোন রোগী চিকিৎসকের কাছে এলে ডেঙ্গু ধরে নিয়ে যে অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা আগেভাগেই করতে হবে এবং পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করবেন। সঠিক সময়ে ডেঙ্গু শনাক্ত হলে এবং রোগীকে অযাচিত ও অযৌক্তিক ওষুধ প্রদান না করলে ও রোগীকে বিশ্রাম ও প্রয়োজনীয় খাবার যেমন তরল, খনিজ পদার্থ সমৃদ্ধ খাবারÑফলের রস, লবণ, আইভি ফ্লুয়িড ইত্যাদি সেবন করতে দিলে সাধারণভাবেই রোগী সুস্থ হয়ে যাবেন। কোন রোগীর ডেঙ্গু হেমোরেজিক ফিভার হচ্ছে পরীক্ষার মাধ্যমে এমন আলামত বা লক্ষণ পাওয়া গেলে সঠিকভাবে রক্ত সঞ্চালন ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করতে হবে। এটা করা হলে শুধু ডেঙ্গুর কারণে রোগীর মৃত্যুর কোন কারণ নেই। ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতোমধ্যে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সেবা প্রতিষ্ঠানসমূহকে নির্দেশ দিয়েছেন। -বিজ্ঞপ্তি
×