ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিআইডব্লিউটিএর দুই সিবিএ নেতাকে ঢাকার বাইরে বদলির সুপারিশ

প্রকাশিত: ০৯:২৪, ২৪ জুলাই ২০১৯

বিআইডব্লিউটিএর দুই সিবিএ নেতাকে ঢাকার বাইরে বদলির সুপারিশ

স্টাফ রিপোর্টার ॥ নানা অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সিবিএ সভাপতি মোঃ আবুল হোসেন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে ঢাকার বাইরে বদলি করার সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) নাহিদ-উল মোস্তাক স্বাক্ষরিত এক প্রতিবেদনের মাধ্যমে এ সুপারিশ করা হয়। প্রতিবেদনে বলা হয়- গত ৩ মার্চ গণমাধ্যমে ‘তৃতীয় শ্রেণীর কর্মচারীর ১০ কোটি টাকার জমি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য গঠিত কমিটি একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে সুপারিশ করা হয়, আবুল হোসেন ও রফিকুল ইসলামকে ঢাকার বাইরে বদলি করা যেতে পারে। আদালতের আদেশের ব্যত্যয় না ঘটিয়ে আইনজ্ঞের পরামর্শের ভিত্তিতে বিআইডব্লিউটিএর সিবিএর কার্যক্রম স্থগিত বা বাতিল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনৈতিক বা অযৌক্তিক দাবির বিষয়ে কঠোর অবস্থান নিশ্চিত করতে হবে। সকল ধরনের নিয়োগ বা বদলিতে সর্বোচ্চ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। এদিকে মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির এমন সুপারিশের প্রেক্ষিতে সাধারণ শ্রমিক কর্মচারীদের মধ্যে আনন্দ বইছে। মতিঝিলের প্রধান কার্যালয়ে সাধারণ শ্রমিকদের এমন সুপারিশ নিয়ে স্বস্তি কাজ করছে বলে জানা গেছে।
×