ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইসিডিডিআরবি ও সিডিসিপি ইচ্ছামতো মশার ওষুধের পরীক্ষা করেছে ॥ খোকন

প্রকাশিত: ০৯:২৪, ২৪ জুলাই ২০১৯

আইসিডিডিআরবি ও সিডিসিপি ইচ্ছামতো মশার ওষুধের পরীক্ষা করেছে ॥ খোকন

স্টাফ রিপোর্টার ॥ মশার ওষুধ পরীক্ষার জন্য আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, আইসিডিডিআরবি ও রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় কেন্দ্র (সিডিসিপি) এসব সংস্থা যৌথভাবে যে গবেষণা করেছে তাতে ডিএসসিসিতে ব্যবহৃত মশা মারার ওষুধের নমুনা তারা নেয়নি। তারা তাদের মতো করে সিটি কর্পোরেশনকে বাদ দিয়ে ইচ্ছেমতো গবেষণা করেছে। মূলত মশার ওষুধে তিন ধরনের উপাদান থাকে। তারা (আইসিডিডিআরবি ও সিডিসিপি) মাত্র একটি উপাদান নিয়ে গবেষণা করেছে। কিন্তু সিটি কর্পোরেশন যে ওষুধ ব্যবহার করে, সেটাকে নমুনা হিসেবে নিয়ে তারা কোন গবেষণা করেনি। এমনটাই দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মঙ্গলবার দুপুরে নগর ভবনে বিদ্যমান মশার ওষুধের কার্যকারিতা এবং মশক নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন ওষুধ নির্ধারণ সংক্রান্ত বিষয়ে এক সভায় তিনি এ দাবি করেন। স্বাস্থ্য অধিদফতরসহ ১০ সংস্থার সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শরিফ আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার প্রমুখ।
×