ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তুরস্কের সেনা ও নৌপ্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাত

প্রকাশিত: ০৯:২৪, ২৪ জুলাই ২০১৯

তুরস্কের সেনা ও নৌপ্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাত

তুরস্কে সফররত নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী সোমবার দেশটির সেনা ও নৌপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এর আগে নৌপ্রধান দেশটির প্রথম রাষ্ট্রপতি ও আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি দেশটির সেনাপ্রধান জেনারেল ইয়াছের গুলার এবং নৌপ্রধান এডমিরাল আদনান ওজভালের সঙ্গে সাক্ষাত করেন। দেশটির সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাত শেষে নৌপ্রধান সেখানে নৌবাহিনী সদর দফতরে পৌঁছলে একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সাক্ষাতকালে দুই দেশের নৌপ্রধান বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যকার প্রশিক্ষণ, জাহাজ নির্মাণ এবং সাইবার নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিকেলে তিনি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সভাপতি ইসমাইল ডেমিরের সঙ্গে সাক্ষাত করেন। এছাড়া নৌপ্রধান প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট এসেলসান, রকেটসান, হ্যাভেলসান ও এসটিএমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন। বিদ্যুতস্পৃষ্ট হয়ে বাংলাদেশী শান্তিরক্ষীর মৃত্যু ॥ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশনে নিয়োজিত বাংলাদেশী শান্তিরক্ষী সৈনিক আতিকুল ইসলাম আভিযানিক দায়িত্ব পালনকালে ২১ জুলাই বেলেকোতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বোয়ারে অবস্থিত লেভেল-১ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়ায়। -আইএসপিআর
×