ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘জনগণের আস্থা অর্জন করতে হবে’

প্রকাশিত: ০৯:২৪, ২৪ জুলাই ২০১৯

‘জনগণের আস্থা অর্জন করতে হবে’

স্টাফ রিপোর্টার ॥ সততা, কাজ, মেধা, দক্ষতা ও মননশীলতা দিয়েই কর্মকর্তা কর্মচারীদের জনগণের আস্থা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান (দুদক) ইকবাল মাহমুদ। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে অফিসের নিরাপত্তা, শৃঙ্খলা ও অফিসিয়াল আচরণ শীর্ষক প্রশিক্ষণ কোর্সে কমিশনের কর্মকর্তাদের উদ্দেশে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। প্রশিক্ষণ কোর্সে কমিশনের পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক ও উপ-সহকারী পরিচালক পদমর্যাদার ত্রিশজন কর্মকর্তা অংশ নেন। ইকবাল মাহমুদ বলেন, অফিসের সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখা, আইন-কানুন মেনে চলাই কর্মকর্তা-কর্মচারীদের বিধিবদ্ধ দায়িত্ব। বিগত তিন বছরে কমিশনের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে একাধিকবার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান, তদন্ত ও প্রসিকিউসনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
×