ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

প্রকাশিত: ০৯:২৯, ২৩ জুলাই ২০১৯

বরিশালে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পৃথক ঘটনায় সোমবার দিবাগত রাতে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাকেরগঞ্জ উপজেলার চরাদী এলাকার ফয়সাল (২৮) নামের এক ইলেকট্রিশিয়ান বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে স্বজনরা। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত ফয়সাল চরাদী এলাকার আব্দুর রব আলীর পুত্র। এছাড়াও পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচ বছরের শিশু সাইদুলকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু হয়। নিহত সাইদুল পটুয়াখালী জেলা সদরের চৌমাথা ব্রিজ এলাকার বাসিন্দা শাহআলম মৃধার পুত্র। অপরদিকে নেশাজাতীয় দ্রব্য সেবন করায় প্রদীপ সুতার দীপ্ত (২০) নামের এক কলেজছাত্রের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত প্রদীপ পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ইদেলকাঠী এলাকার বাসিন্দা পরিমল সুতারের পুত্র ও বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের গণিত বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলো। নিহতের পিতা পরিমল সুতার জানান, গত শনিবার বিকেলের দিকে বরিশাল থেকে গ্রামের বাড়িতে আসে প্রদীপ। রবিবার সকালে ঘুম থেকে উঠে সে বমি করে। পরে অসুস্থ হয়ে পড়লে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। পরিবারের ধারনা প্রদীপ বিষাক্ত কিংবা নেশাজাতীয় কোনো দ্রব্য সেবন করেছিল বা তাকে করানো হয়ে থাকতে পারে। শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোঃ ইউনুস খান জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
×