ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাড়ির ফিটনেস নবায়নে দু’মাস সময় দিল হাইকোর্ট

প্রকাশিত: ১১:১৪, ২৪ জুলাই ২০১৯

গাড়ির ফিটনেস নবায়নে দু’মাস সময় দিল হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ ঢাকাসহ সারাদেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি গাড়ি দুই মাসের মধ্যে ফিটনেস নবায়ন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১ আগস্ট (বৃহস্পতিবার) থেকে ৩০ সেপ্টেম্বরের (সোমবার) মধ্যে এটি করতে হবে। এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পক্ষে দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে সারাদেশে ফিটনেসবিহীন গাড়ি চালানোর দায়ে চলতি বছরে ৬ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৩৯২ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ৩৯ হাজার ৮৩৭টি মামলা করা হয়েছে। হাইকোর্ট বলেছে, বিদেশের গাড়িগুলো কত সুন্দর, কোনো দাগ নেই। অথচ আমাদের দেশে গাড়িগুলোতে লুকিং গ্লাস নেই, হেডলাইট নেই, রং নেই। গাড়ির সারা গায়ে দাগ। ফিটনেসবিহীন গাড়ি সংক্রান্ত এক প্রতিবেদন দাখিলের পর বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এ মন্তব্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক। বিআরটিএ এর পক্ষে ছিলেন আইনজীবী রাফিউল ইসলাম।
×