ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্নান করলেই অসুস্থ

প্রকাশিত: ১১:১৭, ২৪ জুলাই ২০১৯

স্নান করলেই অসুস্থ

সুন্দর টলটলে সবুজাভ-নীল পানি। দেখলেই মনে হবে একটু স্নান করে নিই, সাঁতার কেটে আসি। কিন্তু স্নান করলেই অসুস্থ হয়ে পড়বেন। এটি সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম খ্যাত স্পেনের পর্যটন স্থল মন্টে নেমে। এই হ্রদে স্নান করে কয়েকজনের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। ইউরোপের এক সংবাদপত্র জানিয়েছে, মন্টে নেমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি পরিত্যক্ত বিশাল গর্ত। যা আগে একটি খনির সঙ্গে যুক্ত ছিল। পরে আস্তে আস্তে পানি জমে সেটি হ্রদের আকার ধারণ করে। আর এর পানি রাসায়নিক বিক্রিয়ায় দূষিত হয়ে গেছে। এই হ্রদটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। তার ওপর এই নীল জলরাশি। সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যপ্রেমীদের ছবি তোলার আদর্শ স্থান। ইনস্টাগ্রামে প্রচুর ছবিও পাওয়া যায় মন্টে নেমের। প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালেই যে লুকিয়ে আছে বিষ তা অনেক দিন পর্যন্ত বোঝা যায়নি। কিন্তু বারবার পর্যটকের অসুস্থ হওয়ার খবর পাওয়ার পরই খতিয়ে দেখা যায় বিষাক্ত পানির জন্যই অসুস্থ হয়ে যাচ্ছেন মানুষ। -ইয়াহু নিউজ
×