ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়েস্ট ইন্ডিজ-ভারত সিরিজ

টি২০তে ফিরলেন নারাইন ও পোলার্ড

প্রকাশিত: ১১:৫৩, ২৪ জুলাই ২০১৯

টি২০তে ফিরলেন নারাইন ও পোলার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ‘নারাইন এবং পোলার্ডের মতো খেলোয়াড়কে দলে পাওয়া দারুণ ব্যাপার। কারণ বিশ্বব্যাপী টি২০ লীগগুলোর গুরুত্বপূর্ণ পারফর্মার। ওরা মানসিকভাবে প্রস্তুত তাই পুনরায় অন্তর্ভুক্তির জন্য খুব একটা ভাবতে হয়নি’ বলেন ওয়েস্ট ইন্ডিজ নির্বাচক বোর্ডের অন্তর্বর্তী প্রধান রবার্ট হেইন্স। বিশ্ব ক্রিকেটের খোঁজ যারা রাখেন তারাও মানবেন এতটুকু বাড়িয়ে বলা হয়নি। ক্যারিবিয়ান স্বীকৃত তারকাদের অধিকাংশই এখন টি২০’র স্পেশাল পারফর্মার। ক্রিস গেইল, সুনীল নারাইন, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, কার্লোস ব্রেথওয়েটÑ ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য একেকটা হট কেক। ঘরের মাটিতে ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি২০ সিরিজে প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত দলে ফেরানো হয়েছে নারাইন ও পোলার্ডকে। তবে কানাডায় গ্লোবাল টি২০ লীগকে প্রাধান্য দেয়া গেইল নেই স্কোয়াডে। বিশ্বকাপে ইনজুরিতে পড়া রাসেল খেলতে পারবেন ফিটনেস টেস্টে উতরে গেলে। টি২০তে নেতৃত্ব দেবেন কার্লোস ব্রেথওয়েট। ১৪ সদস্যের দলে নতুন মুখ উইকেটরক্ষক-ব্যাটসম্যান এ্যান্থনি ব্রামবল। ৩, ৪ ও ৬ আগস্ট তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মার্কিন মুলুকের ফ্লোরিডায়। তৃতীয়টি গায়ানায়। এরপর তিন ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে দু’দল। ২০১৭ সালে সর্বশেষ আন্তর্জাতিক টি২০ খেলেছিলেন নারাইন আর ২০১৮ সালে জাতীয় দলের জার্সিতে সর্বশেষ টি২০ খেলেন পোলার্ড। নারাইন-পোলার্ড সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপেও ছিলেন না। ওপেনার ক্রিস গেইল প্রথম দুই ম্যাচে নেই। তার জায়গায় এসেছেন আরেক বাঁহাতি ওপেনার জন ক্যাম্পবেল। ক্যারিবিয়ানদের ১৪ সদস্যের দলে নতুন মুখ উইকেটরক্ষক ব্যাটসম্যান এ্যান্থনি ব্রামবল। টেস্ট-ওয়ানডের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারকেও রাখা হয়নি টি২০ স্কোয়াডে। স্কোয়াডে রাখা হয়েছে অলরাউন্ডার আন্দ্রে রাসলকে। বিশ্বকাপের মাঝপথ থেকে ইনজুরির কারণে দেশে ফিরতে হয়েছিল তাকে। এরপর চিকিৎসকের শরণাপন্ন হয়ে হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয় এই অলরাউন্ডারকে। দলে থাকলেও কেবল ফিটনেস পরীক্ষায় উতরে গেলেই খেলার সুযোগ পাবেন রাসেল। প্রায় দুই বছর আগে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি২০ খেলা নারাইনের সঙ্গে স্পিন আক্রমণে আছেন ক্যারি পিয়ের। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি২০ বিশ্বকাপ সামনে রেখে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। নির্বাচক বোর্ডের প্রধান হেইন্স বলেন, ‘প্রতিপক্ষ হিসেবে ভারত খুবইি শক্তিশালী, তাই আমাদের সেরা দল গড়ার পাশাপাশি টি২০ বিশ্বকাপের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে সেরা স্কোয়াড তৈরি করা খুব গুরুত্বপূর্ণ।’ নিকোলাস পুরান থাকার পরও ব্রামবলকে নেয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ব্রামবেল খুবই তরুণ এবং প্রতিভাবান। ঘরোয়া ক্রিকেটে ইতোমধ্যে সে সামর্থ্যরে স্বাক্ষর রেখেছে। যে কারণে ক্যারিবিয়ান টি২০তেও ফ্র্যাঞ্চাইজিগুলো তার পেছনে লেগেছে। আমরা ওর যতœ নিতে চাই যাতে জাতীয় দলের হয়ে ভূমিকা রাখতে পারে।’ তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম দুটির ফল দেখে শেষটিতে পরিবর্তনও আনতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ টি২০ দল ॥ কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক), এ্যান্থনি ব্রামবল (উইকেটরক্ষক), জন ক্যাম্পবেল, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, সুনীল নারাইন, কিমো পল, ক্যারি পিয়ের, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, ওশান থমাস।
×