ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাঁফ ছেড়ে বাঁচলেন রোনাল্ডো

প্রকাশিত: ১১:৫৫, ২৪ জুলাই ২০১৯

হাঁফ ছেড়ে বাঁচলেন রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ উটকো ঝামেলায় বেশ ভুগতে হয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। জুভেন্টাসের পর্তুগীজ তারকার বিরুদ্ধে ধর্ষণের মামলা হওয়ার পর এ নিয়ে বেশ ব্যথিত ছিলেন পাঁচবারের ফিফা সেরা তারকা। বারবার অস্বীকার করা সিআর সেভেন অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ধর্ষণের মামলা থেকে রোনাল্ডোকে মঙ্গলবার অব্যাহতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের প্রসিকিউটর। রোনাল্ডোর বিপক্ষে ধর্ষণের অভিযোগ এনেছিলেন সাবেক মডেল ক্যাথরিন মায়োরগা। ৩৪ বছর বয়সী এ মডেলের দাবি প্রায় ১০ বছর আগে অর্থাৎ ২০০৯ সালে লাস ভেগাসের একটি হোটেলে জোরপূর্বক যৌন সম্পর্ক করেছিলেন পর্তুগীজ অধিনায়ক। কিন্তু বিষয়টি আদালতে আসতে সময় লেগেছে নয় বছর। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে নেভাদার জেলা আদালতে রোনাল্ডোর বিরুদ্ধে মামলা করেন মায়োরগা। ২০০৯ সালের ঘটনার মামলা এতদিন পর কেন করা হলো, এমন প্রশ্ন অনেকের মনেই জেগেছিল। এ বিষয়ে জানা যায়, লাস ভেগাস পুলিশের কাছে অভিযোগ করেছিলেন মায়োরগা। কিন্তু তখন দুইপক্ষের (রোনাল্ডো ও মায়োরগা) মধ্যে সমঝোতা হয়েছিল। কিন্তু গত বছর যৌন হয়রানি নিয়ে ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের পরই এ নিয়ে কথা বলার সাহস ফিরে পান মায়োরগা। তারপরই তিনি ঠুকে দেন মামলা। কিন্তু রোনাল্ডোর কথাতে বারবারই বোঝা গেছে যৌন সম্পর্ক হলেও তা ছিল সম্মতিতে। এ কারণে এটা ধর্ষণের মধ্যে পড়ে না। অবশেষে কোর্টের মাধ্যমেই বিষয়টি প্রমাণিত হয়েছে। এক বার্তায় লাস ভেগাস প্রসিকিউটর জানিয়েছেন রোনাল্ডোর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণের জন্য কোন তথ্য-প্রমাণ নেই মায়োরগার কাছে। কাউন্টি ডিস্ট্রিক্ট এ্যাটর্নি অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, মামলার ভুক্তভোগী ২০০৯ সালে যৌন নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু বলতে পারেননি ঘটনা কোথায় ঘটেছে কিংবা কে তাকে নির্যাতন করেছে। যার ফলে পুলিশের পক্ষে পরবর্তী তদন্ত করা সম্ভব হয়নি। মায়োরগার অনুরোধেই গত বছরের আগস্টে পুনরায় তদন্ত শুরু করেছিল পুলিশ। প্রসিকিউটরের বার্তায় আরও জানা যায়, পুনরায় তদন্তের পরও রোনাল্ডোর বিরুদ্ধে কোন স্পষ্ট তথ্য-প্রমাণ মেলেনি। যে কারণে আগামীতে এ মামলার জন্য আর কোন চার্জ হবে না। জার্মানির একটি ম্যাগাজিনে গত বছর এ নিয়ে একটি আর্টিকেল ছাপা হয়েছিল। যেখানে উল্লেখ করা হয়, ২০১০ সালে রোনাল্ডোর কাছে ৩ লাখ ৭৫ হাজার ডলার নিয়ে এ মামলার ব্যাপারে সমঝোতা করেছিলেন মায়োরগা।
×