ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনা সাকিবকে

প্রকাশিত: ১১:৫৬, ২৪ জুলাই ২০১৯

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনা সাকিবকে

স্পোর্টস রিপোর্টার ॥ এবার ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের এ বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার ব্যাট হাতে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১১ উইকেট। টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে বেশ এগিয়ে থাকলেও দল আহামরি কোন সাফল্য না পাওয়াতে শেষ পর্যন্ত পুরস্কারটি হাতে তুলতে পারেননি তিনি। বিশ্বকাপ শেষে এখন ছুটিতে আছেন সাকিব। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেয়া হয়। সেখানে পরবর্তী বিশ্বকাপে দারুণ কিছু করার জন্য এখন থেকেই দারুণ কিছু পরিকল্পনা হাতে নেয়ার বিষয়ে গুরুত্ব দিয়েছেন সাকিব। অধিনায়ক হিসেবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জেতারও স্বপ্ন ব্যক্ত করেছেন। এবার বিশ্বকাপে সেমিফাইনাল খেলার আশা নিয়ে গেলেও প্রত্যাশিত সেই সাফল্য পায়নি বাংলাদেশ দল। তবে ক্রিকেটার হিসেবে এই আসরে ‘চ্যাম্পিয়ন’ ছিলেন সাকিব। ব্যাটে-বলে অবিস্মরণীয় নৈপুণ্য দেখিয়ে নতুন কিছু অনন্য নজির গড়েছেন। বিশ্বকাপ শেষে ছুটিতে এখন বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকিব। অনুষ্ঠানের আয়োজক ছিলেন উত্তর আমেরিকায় বাংলা সংস্কৃতি চর্চা কেন্দ্র ‘শো-টাইম মিউজিক’-এর কর্ণধার আলমগীর খান আলম। এ অনুষ্ঠানে সাকিবকে সংবর্ধনা দেয়া হয় এবং বিশেষ সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়। এ সময় সাকিব দেশের ক্রিকেট ভবিষ্যত নিয়ে তার মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা ভাল খেলেছি। কিন্তু এই পারফর্মেন্সে আমি খুশি না। আমার মনে হয় খেলোয়াড়রা কেউই খুশি না।’ পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সালে। সেই দলে থাকবেন না বর্তমানের অপরিহার্য অনেকেই। সাকিব মনে করেন, তরুণ খেলোয়াড়দের ঠিকমতো দেখভাল করলে ও তাদের আরও ভালভাবে গড়ে তুললে আগামী বিশ্বকাপে দারুণ কিছু করতে পারবে বাংলাদেশ। পরের বিশ্বকাপে ভাল করার প্রত্যয় ব্যক্ত করে সাকিব বলেন, ‘এখনকার খেলোয়াড়রা ছাড়া আগামী চার বছর যারা থাকবে, তাদের সব ধরনের সুযোগ-সুবিধা দিতে হবে। ভাল খেলুক বা খারাপ খেলুক সবসময় পাশে থাকতে হবে। এখন থেকে তাদের নিয়ে কাজ করলে চার বছর পর একটা ভাল ফল পাওয়া যেতে পারে।’ পরের বিশ্বকাপে হয়তো সাকিবের নেতৃত্বেই খেলবে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে সেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন জানিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। কারণ সেটিই হতে পারে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। তিনি বলেন, ‘বিশ্বকাপের মঞ্চে খেলতে পারাটাই যে কোন ক্রিকেটারের আজন্ম লালিত স্বপ্ন। আমি আগের এই মঞ্চে খেলার স্বাদ পেয়েছি। সামনেও হয়তো সুযোগ আছে। যদি অধিনায়ক হিসেবে বাংলাদেশকে বিশ্বসেরার ট্রফিটা এনে দিতে পারি তবে সেটিই হবে আমার জীবনের সেরা অর্জন। কিন্তু সে জন্য এখন থেকেই আমাদের ভাল পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যেতে হবে।’ উল্লেখ্য, সাকিব শ্রীলঙ্কা সফরে আসন্ন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন না। হজ পালনের জন্য তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ছুটি নিয়েছেন বিশ্বকাপের পরপরই। তারপর আর দেশেই ফেরেননি সাকিব।
×