ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন ভার্জিল ভনের

প্রকাশিত: ১১:৫৭, ২৪ জুলাই ২০১৯

ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন ভার্জিল ভনের

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডে খেলা ফুটবলারদের ভোটে ২০১৮-১৯ মৌসুমে প্রফেশনাল ফুটবলার্স এ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন ভার্জিল ভন ডাইক। লিভারপুলের জার্সিতে তাক লাগানো পারফর্মেন্সের কারণেই এ স্বীকৃতি পান ২৮ বছর বয়সী এই সেন্টারব্যাক। ইংলিশ প্রিমিয়ার লীগে দুর্দান্ত খেলা হল্যাল্ড অধিনায়ক অল্পের জন্য শিরোপা ছুঁতে পারেননি। রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়। তবে ইপিএলে না হলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে চ্যাম্পিয়ন হয়ে আক্ষেপ ঘোচান। দারুণ পারফর্মেন্সের কারণে এবার ব্যালন ডি’অর জয়ে ফেবারিটের তালিকায় আছেন ভার্জিল। এটি জিততে পারলে তা অনেক গর্বের হবে বলে মনে করেন তিনি। তবে ব্যালন ডি’অরের চেয়ে নিজের খেলার উন্নতিই ভার্জিলের কাছে বড় বলে জানিয়েছেন ডাচ তারকা। ব্যালন ডি’অর প্রসঙ্গে ভার্জিল বলেন, গত বছর আমি যে মৌসুম কাটিয়েছে এ জন্য যদি আমাকে পুরস্কারটা দেয়া হয় সেটা হবে অবিশ্বাস্য। আর আমি খুব গর্বিত হব। কিন্তু আমি মনে করি, আমার আরও ভাল খেলা দেখানোর আছে। এমন একটা মর্যাদাপূর্ণ পুরস্কার জয়ের দৌড়ে ফেবারিটের তালিকায় নাম থাকাটা অনেক বড় সম্মানের। কিন্তু আমি কী করতে পারি? আমি শুধু আগের চেয়েও ভাল খেলে যেতে পারি। ২০১৭ সালের ডিসেম্বরে একজন ডিফেন্ডারের জন্য রেকর্ড প্রায় সাড়ে আট কোটি ইউরো ট্রান্সফার ফিতে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দেয়ার পর থেকেই রক্ষণে লিভারপুলের প্রধান ভরসা হয়ে গেছেন ভার্জিল। দুর্দান্ত খেলে কোচ জার্গেন ক্লপের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তাক লাগানো পারফর্মেন্সের পেছনে ‘নিজের খেলার সমালোচক নিজে’ বলে জানিয়েছেন ভার্জিল। তিনি বলেন, আমি সবসময় নিজের খেলা নিয়ে পর্যবেক্ষণ করি। নিজের ভুলগুলো সামনে নিয়ে আসি। এরপর সমাধানের চেষ্টা করি। আসলে আমি নিজের প্রতি খুব কঠোর। আমি জানি যে সামান্যতম মনোযোগ হারালে সামান্যতম ভুলের শাস্তি হবে। আমি ভুল যতটা সম্ভব কমানোর চেষ্টা করছি। ভার্জিল বলেন, লিভারপুলে যোগ দেয়ার পর থেকেই আমি উন্নতি করেছি। আমি খুব সন্তুষ্ট যে গত বছর ধারাবাহিকভাবে অনেক ম্যাচ খেলেছি। এটা নিয়ে আমি খুব গর্বিত। সমালোচনার অংশ হিসেবে বলা যায় যে আক্রমণে সেট পিসে আমি আরও বেশি অবদান রাখতে পারতাম। এটা সহজ নয়। আমি এ নিয়ে কাজ করার চেষ্টা করছি। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে ৯৭ পয়েন্ট পেয়েও শিরোপা ঘরে তুলতে পারেনি লিভারপুল। এক পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা ধরে রাখে ম্যানচেস্টার সিটি। ইউরোপের সেরা পাঁচ লীগের ইতিহাসে এর আগে কখনই কোন দল এরচেয়ে বেশি পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়নি। যে কারণে আসন্ন ২০১৯-২০ মৌসুমে আরও ভাল করতে চান ভার্জিল। বলেন, লিভারপুলের প্রত্যেক সমর্থকই প্রিমিয়ার লীগের স্বপ্ন দেখে। সবাই এ জন্য অপেক্ষা করছে। গত বছর আমরা খুব কাছে পৌঁছেছিলাম, দুর্ভাগ্যজনকভাবে এটা হয়নি। কিন্তু আমরা এ জন্য শুধু চেষ্টা করতে পারি। ডাচ দলপতি বলেন, গত মৌসুমে আমরা কেবল একটা ম্যাচ হেরেছিলাম। আমাদের পক্ষে সম্ভব ছিল এমন সব কিছুই আমরা করেছিলাম। কিন্তু সিটি আমাদের চেয়ে একটু বেশি ভাল ছিল। তাদের আমাদের সম্মান করতে হবে। আমরা গত বছরের চেয়েও ভাল করার চেষ্টা করব। দেড় বছর আগে বিশ্বরেকর্ড গড়ে লিভারপুলে আসার পর ভার্জিল বলেছিলেন, লিভারপুলের একজন খেলোয়াড় হিসেবে নিজেকে সকলের সামনে আনতে পেরে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। বিশ্বের অন্যতম বড় একটি ক্লাবে যোগ দেয়ায় দিনটি আমার ও আমার পরিবারের জন্য গর্বের একটি দিন। জনপ্রিয় লাল জার্সিটি গায়ে দিয়ে সকলের সামনে আসতে আমি মুখিয়ে আছি। চেষ্টা করব নিজের সবটুকু দিয়ে ক্লাবকে সহযোগিতা করার। কথা রেখেছেন তারকা এই ডিফেন্ডার। লিভারপুলের দুর্দান্ত ছন্দের অন্যতম প্রধান সেনাপতি ভার্জিল। যে কারণে ইউরোপিয়ান ফুটবলে তাক লাগানো সাফল্য পাচ্ছে দ্য রেডসরা।
×