ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জয়ে শুরু বাংলাদেশ যুবাদের

প্রকাশিত: ১১:৫৭, ২৪ জুলাই ২০১৯

জয়ে শুরু বাংলাদেশ যুবাদের

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড সফররত বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল ৬ উইকেটের দারুণ জয়ে শুরু করেছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড অনুর্ধ-১৯ দলকে হারিয়ে দেয় বাংলাদেশের যুবারা। সোমবার ওরচেস্টারে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে মাত্র ২০০ রান তুলতে পেরেছিল ইংলিশরা। বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব ৪ উইকেট নিয়ে ধস নামান। জবাবে মাত্র ৩৮.১ ওভারে ৪ উইকেটে ২০৪ রান তুলে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় অপরাজিত থাকেন ৭০ রানে। আজ একই ভেন্যুতে ভারত অনুর্ধ-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। ত্রিদেশীয় এ সিরিজের উদ্বোধনী ম্যাচে ইংলিশ যুবাদের ৫ উইকেটে পরাজিত করেছিল ভারতের যুবারা। কিছুদিন আগেই ওয়ানডে ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ জয় করে ইংল্যান্ড। নিজেদের মাটিতে এ অবিস্মরণীয় বিজয় পায় তারা। বাংলাদেশ দল প্রত্যাশিত ফলাফল নিয়ে ফিরতে পারেনি এই আসর থেকে। বিশ্বকাপ জয়ের পর ভবিষ্যতের ইংলিশ দলের মিশন ত্রিদেশীয় সিরিজ। অনুর্ধ-১৯ ক্রিকেট দলের এ আসরে বাংলাদেশ ও ভারতের অনুর্ধ-১৯ দল অংশ নিচ্ছে। কিন্তু প্রথম ম্যাচেই ইংল্যান্ড অনুর্ধ-১৯ দল ৫ উইকেটে পরাস্ত হয় ভারতের কাছে। সোমবার তারা নামে বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের বিপক্ষে। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। কিন্তু শুরুটা ভাল হলেও পরে বিপর্যস্ত হয়ে পড়ে তারা তানজিম হাসান সাকিবের পেস তোপে। ৪৯ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন ড্যান মুসলি ও টম ক্লার্ক। মুসলি ২৬ বলে ৪ চারে ২০ রান করে রানআউট হওয়ার পর থেকেই মড়ক লাগে। তানজিম সাকিবের দাপট শুরু হয়। তিনি ১৩তম ওভারে ক্লার্ককে (৪৩ বলে ২৭) সাজঘরে ফিরিয়ে একই ওভারে শিকার করেন জোয়ে এভিসনকে (০)। পরের ওভারেই জ্যাক হেইন্সকে (৩) বোল্ড করে নিজের তৃতীয় উইকেট লাভ করেন সাকিব। অধিনায়ক জর্জ হিলকেও (৫) বেশিদূর যেতে দেননি মৃত্যুঞ্জয় চৌধুরী। এরপর ফিনলে বিনও (৮) রানআউট হলে চরম বিপদে পড়ে যায় ইংল্যান্ড অনুর্ধ-১৯। তবে সপ্তম উইকেটে ধৈর্যশীল হয়ে খেলে ১১১ রানের বড় জুটি গড়েন লুইস গোল্ডসওয়ার্দি ও ক্যাসি আলড্রিজ। উভয়ে অর্ধশতক পান। ফিরতি স্পেলে এসে সাকিব আবার আঘাত হানেন। ৭৮ বলে ৫ চারে ৫৮ করা আলড্রিজকে সাজঘরে ফেরান বোল্ড করে। ৪৯ রানে ৪ উইকেট নিয়ে শেষ করেন তানজিম সাকিব। গোল্ডসওয়ার্দি ৯৯ বলে ৪ চারে ৬৯ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে মাত্র ২০০ রান তোলে ইংলিশ যুবারা। জবাব দিতে নেমে দলীয় ১১ রানে তানজিদ হাসান তামিম (৯) ও ৫৮ রানের সময় প্রান্তিক নওরোজ নাবিলের (১৪) উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশের যুবারা। দুই ওপেনার সাজঘরে ফিরে গেলেও রান তোলার গতিটা ভাল ছিল সফরকারীদের। কিন্তু মাহমুদুল হাসান জয় ৩৭ বলে ৪ চারে ৩৬ রান করে এর কিছু পরেই সাজঘরে ফিরে যান। ৭২ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপদেই পড়ে বাংলাদেশ। কিন্তু চতুর্থ উইকেটে ভারমুক্ত হয়েই স্বচ্ছন্দে খেলেছেন তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসেন। উভয়ে অর্ধশতক হাঁকান। ১১৪ রানের জুটি যখন ভাঙ্গে তখন জয় থেকে মাত্র ১৫ রান দূরে বাংলাদেশের যুবারা। শাহাদাত ৬০ বলে ৮ চারে ৫৭ রান করে সাজঘরে ফেরেন। বাকি কাজটা শেষ করে তৌহিদ ৮৬ বলে ৪ চারে ৭০ রানে অপরাজিত থেকেই ফিরেছেন জয়ী হয়ে। ৭১ বল হাতে রেখে ৪ উইকেটে ২০৪ রান তুলে সহজ জয় পায় বাংলাদেশ। আলড্রিজ ২ উইকেট নেন। নেট রানরেটে এগিয়ে থেকে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। এক ম্যাচ খেলেই জয় তুলে নেয়া ভারত আছে দুইয়ে। আজ এ দু’দল মুখোমুখি হবে ওরচেস্টারের এই ভেন্যুতেই। স্কোর ॥ ইংল্যান্ড অনুর্ধ-১৯ ইনিংস ॥ ২০০/৭; ৫০ ওভার (গোল্ডসওয়ার্দি ৬৯*, আলড্রিজ ৫৮, ক্লার্ক ২৭, সাকিব ৪/৪৯, মৃত্যুঞ্জয় ১/৩১)। বাংলাদেশ অনুর্ধ-১৯ ইনিংস ॥ ২০৪/৪; ৩৮.১ ওভার (তৌহিদ ৭০*, শাহাদাত ৫৭, মাহমুদুল ৩৬; আলড্রিজ ২/৩০)। ফল ॥ বাংলাদেশ অনুর্ধ-১৯ দল ৬ উইকেটে জয়ী।
×