ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নোফেল স্পোর্টিংকে সহজেই হারাল সাইফ

প্রকাশিত: ১১:৫৯, ২৪ জুলাই ২০১৯

নোফেল স্পোর্টিংকে সহজেই হারাল সাইফ

স্পোর্টস রিপোর্টার ॥ স্বাগতিক দলকে হারানোর আনন্দই আলাদা। মঙ্গলবার সেই আনন্দই লাভ করলো সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে তারা ৩-০ গোলে হারায় নোফেল স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দল খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল। এর আগে দু’দলের প্রথম মোকাবেলাতেও জিতেছিল সাইফ। সেবার সাইফের জয় এসেছিল ১-০ গোলে। খেলার ৫ মিনিটেই গোল করে এগিয়ে যায় সাইফ। গোল করেন কলম্বিয়ান মিডফিল্ডার দেইনার আন্দ্রেস কর্দোবা (১-০)। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ২ মিনিট পরেই (৪৭ মিনিটে) ব্যবধান দ্বিগুণ করে সাইফ। এবারের গোলদাতা ফয়সাল আহমেদ ফাহিম (২-০)। দুই গোল হজম করে সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করে স্বাগতিক নোফেল। কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যথা করে দেয় সাইফের সুদৃঢ় রক্ষণভাগ। বরং ৬৯ মিনিটে তৃতীয় গোলটি করে নোফেলের হারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় সাইফ। উজবেক মিডফিল্ডার ওতাবেক জরিকোভ গোলটি করেন (৩-০)। নিজেদের ২২তম খেলায় এটা সাইফের ত্রয়োদশ জয়। ৪৪ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের আগের চতুর্থ স্থানেই। পক্ষান্তরে সমান ম্যাচে এটা চতুর্দশ হার নোফেলের। ১৬ পয়েন্ট তাদের। পয়েন্ট টেবিলের অবস্থান শোচনীয়, ১৩ দলের মধ্যে দ্বাদশ। পরের দুটি ম্যাচে জিততে না পারলে এই লীগ থেকে তাদের অবনমিত হওয়াটা একপ্রকার নিশ্চিতই।
×