ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দ্বিতীয়দিন শেষে চালকের আসনে বিসিবি

প্রকাশিত: ১২:০০, ২৪ জুলাই ২০১৯

দ্বিতীয়দিন শেষে চালকের আসনে বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত বোলিংয়ের পর দারুণ ব্যাটিং- ভারতে সফরকারী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ তৃতীয় চারদিনের ম্যাচে দু’দিন শেষেই আছে চালকের আসনে। কেএসসিএ সেক্রেটারিজ একাদশকে প্রথম ইনিংসে মাত্র ৭৯ রানে গুটিয়ে দেয়ার পর দ্বিতীয়দিন বিসিবির প্রথম ইনিংস শেষ হয় ৩৩৪ রানে। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দ্বিতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০০ রান তুলে এখনও ১৫৫ রানে পিছিয়ে আছে কেএসসিএ। চলমান ড. (ক্যাপ্টেন) কে. থিম্মাপ্পিয়া সর্বভারতীয় স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে আগের দুই ম্যাচ জিততে পারেনি বিসিবি, করেছিল ড্র। এবার প্রতিপক্ষকে চাপে ফেলে প্রথম জয়ের আশা করছে মুমিনুল হকের দল। প্রথমদিনটাই দারুণ কেটেছিল বিসিবি একাদশের। আগের দুই ম্যাচেসেরা বোলিং পারফর্মার ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও পেসার তাসকিন আহমেদ। তাদের ছাড়াই বোলিংয়ে আলো ছড়িয়েছে বিসিবি। সুযোগ পাওয়া পেসার শহীদুল ইসলাম ৫টি, আরিফুল হক ৩টি ও এবাদত হোসেন চৌধুরী ২টি উইকেট তুলে নিয়ে পেস তোপ দেখিয়েছেন। ৭৯ রানেই কেএসসিএ’র প্রথম ইনিংস গুটিয়ে যাওয়ার পর প্রথমদিন শেষে ৩ উইকেটে ১৩৫ রান তুলেছিল বিসিবি। ওপেনার সাদমান ইসলাম অনিক ৫৯, সাইফ হাসান ৩ ও মুমিনুল ১০ রানে সাজঘরে ফিরে যান। নাজমুল হাসান শান্ত ও জহুরুল ইসলাম সেখান থেকেই দ্বিতীয়দিনটা শুরু করেন। তবে দিনের শুরুতেই জহুরুল ২৮ রানে সাজঘরে ফেরেন। পঞ্চম উইকেটে শান্ত ও ইয়াসির আলী রাব্বি ৫১ রানের দারুণ জুটি গড়েন। কিন্তু ইয়াসির ১৬ রানে আউট হয়ে যান। এরপর ষষ্ঠ উইকেটও বেশি বড় হয়নি। শান্ত ১২৫ বলে ১১ চারে ৭২ রান করার পর সাজঘরে ফেরেন। পরে নুরুল হাসান সোহান ৮৭ বলে ১৩ চার, ১ ছক্কায় ৬৮, সানজামুল ইসলাম ৮২ বলে ৫ চার, ১ ছক্কায় ৩৩ ও শহীদুল ২৮ বলে ২ চার, ২ ছক্কায় ২৪ রান করলে বড় সংগ্রহ পায় বিসিবি। ৩৩৪ রানে প্রথম ইনিংস শেষ হলেও তারা ২৫৫ রানের লিড নেয়। কেএসসিএ’র হয়ে আনন্দ দোররামানি ৪টি এবং প্রবীন দাবে ও দেবাইয়াহ ২টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও এবাদত ও শহীদুলের পেস তোপে বিপর্যস্ত হয় কেএসসিএ। ৫৯ রানেই ৩ উইকেট হারায় তারা। তবে দিনশেষে ৩ উইকেটে ১০০ রান তুলেছে তারা।
×