ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এ্যাশেজ থেকেই বদলে যাচ্ছে টেস্টের জার্সি

প্রকাশিত: ১২:০১, ২৪ জুলাই ২০১৯

এ্যাশেজ থেকেই বদলে যাচ্ছে টেস্টের জার্সি

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট ক্রিকেটের জার্সিতে যে পরিবর্তন আনা হবে সেটি আগেই জানিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তাতে দেশগুলোর বোর্ডও সায় দিয়েছিল। এবার সেটিই হতে যাচ্ছে ঐতিহ্যের এ্যাশেজ দিয়ে। যেখানে জো রুট, স্টিভেন স্মিথদের গায়ের জার্সিতে দেখা যাবে নাম ও নম্বর। টেস্টে এখন থেকে জার্সি নাম্বার চালু হচ্ছে, যেখানে লেখা থাকবে খেলোয়াড়ের নামও। আগামী মাসের শুরুতে হতে যাওয়া এ্যাশেজ সিরিজ থেকেই চালু হচ্ছে এই নিয়ম। ইংল্যান্ড ক্রিকেট (ইসিবি) তাদের টুইটার এ্যাকাউন্টে টেস্ট অধিনায়ক জো রুটের নাম ও নাম্বারসহ সাদা জার্সি পরা ছবি আপলোড করেছে। যেখানে তারা লিখেছে, ‘টেস্ট শার্টের পেছনে নাম এবং নাম্বার।’ চলতি বছরের শুরুতেই রিপোর্ট বেরিয়েছিল যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার এ্যাশেজ সিরিজে ক্রিকেটকে আধুনিকায়ন করা হবে। তবে এই সিদ্ধান্তের খবর শুনে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিলেন ক্রিকেটভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এর পক্ষে বিপক্ষে অনেকরকম মতামত আসতে থাকে। অবশেষে টেস্ট জার্সির আধুনিকায়ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হলো। লর্ডসে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামাবে ইংল্যান্ড। এই টেস্টে আগের মতো জার্সি থাকলেও ১ আগস্ট থেকে শুরু এ্যাশেজ সিরিজেই দেখা যাবে নাম, নাম্বারওয়ালা অন্যরকম জার্সি। ওয়ানডে-টি২০’র মতো এখন সাদা পোশাকেও ‘৭৫’ লেখা দেখে বলে দিতে পারবেন এটা সাকিব আল হাসান। ক্রিকেটপ্রেমীদের জন্য এটা সত্যি দারুণ ব্যাপার।
×